ধামইরহাটে ৫ হাজার রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে ৫ হাজার চক্ষু রোগীর বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৬ জানুয়ারী সকাল থেকে দিনব্যাপী এই কার্যক্রমে প্রায় ৫ হাজার রোগী অংশগ্রহণ করেন।
চক্ষু পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা. আহমেদ তাহের আল-মিম্বারি। ক্যাম্প পরিচালনায় উপস্থিত ছিলেন মেডিকেল ডাইরেক্টর ডা. মোহাম্মদ আবু সাঈদ ও টিম লিডার ডা. সালমান আহমেদ, ব্যবস্থাপনায় সহযোগিতা করেন বাংলাদেশ সেক্টরের ক্যাম্প ম্যানেজার ওবায়েদ উয জামান, সফিয়া পাইলট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান প্রমুখ।
চক্ষু ক্যাম্পে ১৫ জন চক্ষু চিকিৎসকসহ মোট ১ শ' সদস্যের মেডিকেল টিম চিকিৎসা প্রদান করেন। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা।