বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ মন্ত্রীর সহায়তা চাইলেন রাউজানের মেয়র
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন রাউজানের পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।
বৃহস্পতিবার সাক্ষাৎকালে মেয়র রাউজান পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি বলেন, তার পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি অন্যান্য পৌরসভাকে অনুসরণ করতে সরকারি ভাবে নির্দেশনা রয়েছে। একই সঙ্গে পথঘাট থেকে কুড়িয়ে আনা ময়লা আবর্জনা নগদ টাকায় কিনে গরিব মানুষকে কিভাবে স্বাবলম্বী করার পাশাপাশি পতিত বর্জ্য কাজে লাগিয়ে সম্পদে রূপান্তর করছেন সে ব্যাপারে মন্ত্রীর কাছে বিস্তারিত তুলে ধরেন।
পৌরসভার সংগ্রহ করা বর্জ থেকে তৈরি করা হচ্ছে মাছ, মুরগির খাবারসহ জৈব সার। কুড়ানো পলিথিন, পস্নাস্টিক প্রক্রিয়াজাত করে উৎপাদন করা হচ্ছে দৈনন্দিন ব্যবহার্য জিনিস পত্র।
মন্ত্রী মেয়রের বক্তব্য শুনে এই উদ্যোগের প্রশংসা করেন। মেয়রকে এসব কর্মসূচি এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার হিসাব রক্ষক সাকুর মিয়া,দুই ছাত্রলীগ নেতা দিপলু দে দিপু, মোহাম্মদ আসিফ প্রমুখ।