শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সচেতনতামূলক কর্মশালা

ম গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মেডিকেল শাখা ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে তিন দিনব্যাপী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাউবির বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে কর্মশালা সমাপ্ত হয়। বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানুর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রোগ্রাম ম্যানেজার ও উপ-প্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ হারুন অর রশীদ, বাউবির স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যাপক ডা. সরকার নোমান, আইকিউএসি'র পরিচালক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, বাউবির চিফ মেডিকেল অফিসার ডা. এফএম মারজানুল হক চৌধুরী প্রমুখ।

সংবর্ধনা প্রদান

ম ফেনী প্রতিনিধি

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টস সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পরপর তিনবার পরিচালক পদে নির্বাচিত হওয়ায় নাসির উদ্দীন আহাম্মদ মিলনকে ফেনীর দাগনভুইয়ায় উপজেলা সাধারণ কেমিস্টদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রেডিসন চাইনিজ হোটেলে সমিতির সভাপতি জহির উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সম্পাদক নাজিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেল ও উপজেলা কমিটির নেতারা। এ সময় নাসির উদ্দিন মিলন বলেন, 'সরকারি নিয়ম নীতি অনুসরণ করে প্রশিক্ষণের মাধ্যমে সঠিকভাবে ওষুধ ব্যবসা করবেন। আপনারা মূল্য তালিকাসহ উৎপাদন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করবেন।'

পরিচ্ছন্নতা অভিযান

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী স্বাস্থ্য কমপেস্নক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এ কে এম ফজলুল হকের নির্দেশনায় ও কো-অর্ডিনেটর আমান উলস্নাহ আমানের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। বুধবার দুপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিউর রহমান মজুমদার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. একেএম ফজলুল হক প্রমুখ।

কম্বল বিতরণ

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে 'মাধবদী' স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে প্রায় ৭শ' অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন মোলস্না, সদস্য আমজাদ হোসেন, আহসান হাবীব রোমান, আব্দুল হামিদ প্রমুখ।

\হ

সৌজন্য সাক্ষাৎ

ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের সঙ্গে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্যের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন লায়ন জানে আলম, সংগঠনের সভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক ধীমান দাশ, সংগঠক বিপস্নব চৌধুরী কাঞ্চন, তরুণ কুমার আচার্য কৃষ্ণ প্রমুখ। এ সময় মন্ত্রী বলেন, 'মানবতার বাতিঘর হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের ট্রাস্টি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারীর মানবকল্যাণমুখী কাজগুলো প্রশংসানীয়।'

ফ্যাক্টরি পরিদর্শন

ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণ আরএফএল গ্রম্নপের ফুলবাড়ী বঙ্গ মিলাস ফ্যাক্টরি পরিদর্শন করেছেন চালের বাজার নিয়ন্ত্রণে প্রতিযোগিতা কমিশন। বুধবার বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপ-সচিব) আবি আব্দুলস্নাহ প্রাণ আরএফএল গ্রম্নপের বঙ্গ মিলাস ফ্যাক্টরি পরিদর্শন করেন। এ সময় দিনাজপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব উল করিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক আবি আব্দুলস্নাহ বলেন, 'অবৈধ চাল মজুতদারদের বিরুদ্ধে সারাদেশে প্রতিযোগিতা কমিশনের অভিযান চলছে। একইসঙ্গে মিল মালিকদের সচেতনা বৃদ্ধির জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা সভা

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডা. এএসএম নাজমুল হক সাগর। উপজেলা নির্বাহী অফিসার প্রিতম সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। সভায় সীমান্ত এলাকা কাজিপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন ও তেতুঁলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জানান, 'বিভিন্ন এলাকার পরিত্যক্ত বিদ্যালয় ভবনে মাদক সেবন ও কেনাবেচা হয়। মাদকের ভয়াবহতা কমাতে চোরাচালান বন্ধে পদক্ষেপ নেয়া জরুরি।'

সংবর্ধনা প্রদান

ম গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলকে সংবর্ধনা দিয়েছে গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতি। গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতিবিদ, কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মস্‌জুর মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কাশেম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কেএম এহসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন মুক্তা প্রমুখ।

বিজ্ঞান মেলা

ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

'বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি' শ্লোগানে সিলেটের গোয়াইনঘাটে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমা কান্ত দাশ প্রমুখ।

\হ

আইনশৃঙ্খলা সভা

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও সেলিম মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পৌর মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ এনামুল হক, সান্দিকোনা ইউপি চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, গড়াডোবা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ, মাসকা ইউপি চেয়ারম্যান সালাম বাঙালি, নওপাড়া ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাওসার, কেন্দুয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক ভূঞা, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি প্রমুখ।

উন্নয়ন সভা

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন উপজেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন সভা করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সামনে এক উন্নয়ন সভা করেন তিনি। এই উন্নয়ন সভায় উপস্থিত ছিলেন- নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশাদুল হক লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ভূইয়া জনি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ।

বিদায় সংবর্ধনা

ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৪ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে কমিটির সভাপতি জামিল উদ্দিন মন্ডলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহফুজার রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান, সমাজসেবক গৌতম কুমার চন্দ, সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষক প্রফুলস্ন্য কুমার বর্মণ, সাইদুর রহমান, মোত্তালেব হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন রানা, স্কাউট টিম লিডার আব্দুর রউফ প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা

ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন- মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, অধ্যাপক শামসুল হক হাওলাদার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, ডা. খবির উদ্দিন, সিরাজদিখান প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাবুল, রাজদিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য শাহীন আকতার। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক সাংসদ সদস্য আব্দুর রহমান বদি। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ইমরুল কায়েস চৌধুরী ও উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেসি সভা

ম পাবনা প্রতিনিধি

পাবনায় 'মানবাধিকার পরিস্থিতি ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয়' শীর্ষক জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ সভা। জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডারস নেটওয়ার্কের আহ্বায়ক আব্দুল মতীন খানের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুবকর সিদ্দিক ও এমএসএফ'র স্টাফ আইনজীবী অ্যাডভোকেট নাহিদ শামস্‌। সাংবাদিক কামাল সিদ্দিকীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন 'বাঁচতে চাই সমাজ উন্নয়ন' সমিতির নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু।

খাবার বিতরণ

ম মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগরে চারশ' শিশুদের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গুডনেইবারর্স মেহেরপুর সিডিপি'র বলস্নভপুর প্রজেক্টের আয়োজনে এসব বিতরণ করা হয়। গুডনেইবারর্স মেহেরপুর সিডিপির সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত আল মাহমুদের সঞ্চালনায় ও ম্যানেজার সুব্রত টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলাউদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমেদ প্রমুখ।

অলিম্পিয়াড উদ্বোধন

ম ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওসারের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জুলফিকার আলি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

বিতরণ কর্মসূচি

ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলম প্রামাণিক। বৃহস্পতিবার উপজেলার শেরনগর গ্রামে অসহায়, দুস্থদের মাঝে প্রায় দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুবদল নেতা হোসেন প্রামাণিক প্রমুখ।

কম্বল বিতরণ

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী শামীম ওসমানের উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাঁচাশী, অচিন্তপুর ইউনিয়নের অচিন্তপুর বাজার, সহনাটী ইউনিয়নের পাছার, মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলস্টেশন, সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মইলাকান্দা ইউপি সদস্য বাদল মিয়া, সহনাটী ইউপি সদস্য রিপন মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল ইসলাম নোমান, আওয়ামী লীগ নেতা দিদার হোসেন, এরশাদ আলী, মামুন মিয়া, সাদিয়া আক্তার স্বর্ণা, বিপস্নব সরকার, আশিক মঞ্জুরুল ইসলাম, রিগান মিয়া প্রমুখ।

আইনশৃঙ্খলা সভা

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রাণী চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারমম্যান জাকির হোসেন, জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এনামুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল আজিজ, মনোহরগঞ্জ থানা উপ-পুলিশ পরিদর্শক এসআই সাজ্জাদ প্রমুখ।

নবীনবরণ

ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলার উপজেলার পূর্বধলা জগৎমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহাম্মেদ সরকার রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর ছিদ্দিক, পূর্বধলা জগৎমণি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুনসহ বিদ্যালয়ের অন্য শিক্ষক-শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে