হাড়জনিত (এংকাইলোজিং স্পন্ডিলাইটিস) বিরল রোগে আক্রান্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুপক খীসার পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা পুলিশ ও মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।
অসুস্থ রুপক খীসা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ ব্যাচের ছাত্র।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের সভাকক্ষে অসুস্থ শিক্ষার্থী পরিবারের কাছে নগদ ২ লাখ টাকা প্রদান করে রাঙামাটি জেলা পুলিশ ও বিকাশ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), বিকাশ লিমিটেডের এক্সটার্নাল এফেয়ার্সেৎর ইভিপি ও বিভাগীয় প্রধান মেজর এ কে এম মনিরুল করিম (অব.), অ্যাসিস্ট্যান্স ম্যানেজার কামরুল ইসলাম, রাবিপ্রবির প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. নিখিল চাকমা, সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, হিসাব দপ্তরের পরিচালক মো. নূরুজ্জামান প্রমুখ।