আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পদক্ষেপ নেওয়া হবে :জিন্নাহ্ এমপি
প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২৪, ০০:০০
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেছেন, 'শিবগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে। চুরি, ছিনতাই, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধ এবং কৃষিনির্ভর এই উপজেলার উর্বর জমির (টপ সয়েল) উপরিভাগের মাটি ইটভাটায় বিক্রেতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ফাহিমা আক্তার, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এস এম ছারওয়ার জাহান, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী প্রমুখ।