জুরাছড়ি নিম্ন্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাঠদানে অনুমতি
প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটি জুরাছড়ি উপজেলার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাঠদানের প্রাথমিক অনুমতি প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম।
মঙ্গলবার চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক ড. বিলস্নব গাঙ্গুলীর স্বাক্ষরিত এক চিঠিতে তা জানানো হয়।
চিঠিতে উলেস্নখ করা হয়, তিন বছরের জন্য পাঠদানের উক্ত অনুমতিকে কোনো অবস্থায় স্বীকৃতি হিসেবে গণ্য করা যাবে না। নিয়োগকৃত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে পরিশোধ করতে হবে।
শিক্ষা বোর্ড চিঠিতে উলেস্নখ করেন, অনুমতিপত্র ইসু্যর এক মাসের কার্যনির্বাহী কমিটি গঠন করে বোর্ড কর্তৃক অনুমোদন গ্রহণ করতে হবে। বিদ্যালয়ের সংরক্ষিত তহবিলের অর্থ বোর্ড কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া উত্তোলন, প্রত্যাহার, ভাঙা যাবে না। বিএড বিহীন সহকারী শিক্ষকদের পর্যায় ক্রমে বিএড প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
পাঠদান অনুমতি পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ক্যানন চাকমা বলেন, 'বিদ্যালয়ের নারীদের শিক্ষার ধারাবাহিকতা ধরে রাখতে সর্বোচ্চ স্তরের সবাইকে এগিয়ে আসার অনুরোধ রইল।