সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শাখার উদ্যোগে স্থানীয় পৌর শহীদ মিনার চত্ব্বরে সমাবেশ শেষে একটির্ যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সংগঠনের সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিক, গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী, সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার বেসরকারিকরণ-বাণিজ্যিকীকরণ ও সংকোচনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছে।
তাই বক্তারা দাবি জানান, নবম-দশম শ্রেণিতে বিজ্ঞান শিক্ষার গুরুত্ব কমানো চলবে না।