শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
হাটহাজারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ভোটারদের হুমকি, ভীতি প্রদর্শন ও ভোট প্রদান থেকে বিরত রাখার উদ্দেশ্যে বক্তব্য রাখায় ৯নং ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সোমবার উপজেলা নির্বাচন অফিসার পরান্টু চাকমা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার-১৭।

মামলা সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভোটারদের হুমকি ও ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে ওই চেয়ারম্যানকে উপস্থিত হতে বললে তিনি নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ স্বীকার করেন। জিজ্ঞাসাবাদকালে যুগ্ম জেলা ও দায়রা জজ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। পরবর্তীতে লিখিত ব্যাখ্যায় কমিটির সম্মুখে প্রদানকৃত স্বীকারোক্তি অস্বীকার করলেও অভিযোগ পর্যালোচনায় বিবাদীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে অভিযুক্তের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

অভিযুক্ত চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি মামলার বিষয়ে শুনেছেন বলে জানান। তিনি বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এটা তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও জানান।

উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান বলেন, 'এটা নির্বাচন কমিশনের বিষয়। এতে আমার কোনো করণীয় নেই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে