শাবিতে আয়োজিত হবে দুই দিনব্যাপী চাকরি মেলা
প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে পঞ্চম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে চাকরি মেলা-২০২৪। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রম্নয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই মেলা।
মেলায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৩৫টির অধিক বেসরকারি কোম্পানি ৩০০ পোস্টে জনবল নিয়োগ প্রদান করবে।
মঙ্গলবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাকিব হাসান রাসেল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, 'প্রতি বছরের ন্যায় এবারও দুই দিনব্যাপী চাকরির মেলার আয়োজন করছে ক্যারিয়ার ক্লাব। চাকরি মেলা সকাল ৯টায় হ্যান্ডবল গ্রাউন্ডে শুরু হবে। মেলার প্রথমদিন চাকরিপ্রত্যাশীদের কাছ জীবনবৃত্তান্ত জমা নেওয়া হবে। এদিন বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে কর্পোরেট ক্যারিয়ার বিষয়ক একটি সেমিনারও অনুষ্ঠিত হবে। পরের দিন কোম্পানিগুলো শূন্যতার ভিত্তিতে সিভি জমা নেবে এবং সিভি জমাদানকারীদের মধ্যে থেকে নির্বাচিতদের ভাইভা নেবে।