নেত্রকোনার সিএনজি ও অটোচালক ইউনিয়নের নেতাদের লাঞ্ছিত, চাঁদাবাজি, মামলার নামে হয়রানি বন্ধ, মামলা প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেন সিএনজি ও অটোরিকশা শ্রমিকরা।
মঙ্গলবার জেলা শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে বিক্ষোভ ও মিছিল সড়ক অবরোধ করা হয়।
এ ঘটনায় ট্রাফিক ইন্সপেক্টর মৃদুল রঞ্জন দাস ও টিএসআই আকবর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক জানান, অটোরিকশা ও সিএনজি চালক ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে দায়েররকৃত মামলার চূড়ান্ত প্রতিবেদনসহ অটো সিএনজি চালকদের হয়রানি না করার শর্তে ইউনিয়নের নেতাকর্মীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এ ছাড়া ট্রাফিক পুলিশের টিআই মৃদুল রঞ্জন দাস ও টিএসআই আকবর হোসেনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। পরে সিএনজি ও অটো চালক ইউনিয়নের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।