কিশোরগঞ্জের নিকলীর আবহাওয়া অফিস সূত্র মতে গত কয়েক দিন যাবৎ শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এর আগে কৃষির উপর তেমন কোনো প্রভাব ফেলেনি। এ বছর গত ১০-১৫ দিন যাবৎ ঘন কুয়াশার কারণে শীতকালীন সবজি কিছুটা হলেও ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। ধান রোপণে তেমন কোনো ক্ষতি হচ্ছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত ধান ও শীতকালীন সবজির তেমন কোনো ক্ষতি হচ্ছে না, তবে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে কিছুটা ক্ষতি হতে পারে।
এদিকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে প্রতিদিন শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে শ্বাসকষ্টজনিত ও বিভিন্ন কোল্ড ইনজুরিজনিত রোগীর সংখ্যা বেশি।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, রোগীর সংখ্যা প্রতিদিন বেড়েই চলেছে।