আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের তিন পদে ৩৩ প্রার্থী আলোচনায়
প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
মো. আবু হেনা, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সময়ে আজমিরীগঞ্জে নির্বাচন করার ঘোষণা দিচ্ছেন রাজনৈতিক নেতারা।
তারা এলাকায় ঘুরে ভোটারদের সমর্থন ও দোয়া চাচ্ছেন। জনসমর্থন আদায়ে প্রার্থীরা বিভিন্ন সামাজিক-পারিবারিক অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণের জোর চেষ্টা চালাচ্ছেন।
এলাকার ভোটার ও সাধারণ সচেতন মহলের সঙ্গে আলাপকালে তারা বলেন, সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য প্রার্থীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নের দায়িত্ব দিতে চান। তবে এমন লোককে তারা ভোট দেবেন যার সঙ্গে দাঁড়িয়ে সুখ-দুঃখের কথা বলা যায়।
আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীসহ ১২ জনের নাম শোনা যাচ্ছে। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১৫ এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৬ জন মাঠে কাজ করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ উপজেলায় একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৪ হাজার ৪৮২ জন। এর মধ্যে পুরুষ কোটার ৪৭ হাজার ৮৩৫ জন ও নারী ভোটার ৪৬ হাজার ৬৪৭ জন। ভোট কেন্দ্র রয়েছে ৪৪টি।
চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বলে খোঁজ নিয়ে জানা গেছে।
চেয়ারম্যান পদে আলোচনায় আছেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মর্তুজা হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চার নম্বর কাকাইলছেও ইউপি চেয়ারম্যান মিজবাহ উদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আকবর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আকবর হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লোকমান মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, পাঁচ নম্বর শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলা উদ্দিন মিয়া। এছাড়াও প্রচারণায় নেমেছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খালেদুর রশীদ এবং রেজাউল করিম।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভূঁইয়া ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ ৭ প্রার্থীই দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে খোয়াইকে নিশ্চিত করেছেন।
আজমিরীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খালেদুর রশীদ জানান তার দল নির্বাচনে অংশগ্রহণ করলে তিনি নির্বাচন করবেন। এছাড়া ডা. রেজাউল করিম জানান, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজাহান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলোয়ার হোসেন মিলু, যুবলীগের সাবেক সহ-সভাপতি কাকাইলছেও ইউপির সাবেক সদস্য আব্দুল জলিল, আজমিরীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান জীবন, জলসুখা ইউপির সাবেক ইউপি সদস্য মিনু মিয়া, বাহা উদ্দিন সেলিম, কাকাইলছেও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোশারফ হোসেন বাবুল এবং বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মোছাব্বির চৌধুরী রাব্বি।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীদের মাঝে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, শিরীন চৌধুরী ও মাহমুদা আক্তার রিপার নাম শোনা যাচ্ছে।