বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

'মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ক্রীড়ার বিকল্প নেই'

বাগেরহাট প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
'মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় ক্রীড়ার বিকল্প নেই'

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, মাদকের ভয়বহতা থেকে যুব ও তরুণ সমাজকে রক্ষা করতে ক্রীড়ার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ামোদি হলে প্রতিটা শিক্ষার্থী সুস্থ ও ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। ক্রীড়ায় শরীর ও মন ভালো থাকে। নিজের, পরিবারের ও দেশের কল্যাণে সে কাজ করবে। পাড়ায়-মহলস্নায় উন্নত পরিবেশ ও সমাজ ব্যবস্থায় আমুল পরিবর্তন আসবে। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া থাকতে হবে, বিকালে এলাকার মাঠে ও ক্লাবে ক্রীড়ার ব্যবস্থা থাকতে হবে। এ জন্য সবাইকে আন্তরিক হতে হবে।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার গত রোববার বিকালে সমাপনী হয়। উপজেলার অম্বিকাচরণ লাহা (এসিলাহা) পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্‌-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন ইউএনও এস এম তারেক সুলতান ও পৌর মেয়র এস এম মনিরুল হক তালুকদার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে