ফরিদপুরের ভাঙ্গায় আতিকুর রহমান নামে একটি বেসরকারি ব্যাংকের এজেন্ট শাখার কর্মচারীর কাছ থেকে প্রতারণা করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
আতিকুরের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বগাইল গ্রামে। তিনি ওই গ্রামের খবির শেখের ছেলে।
ভুক্তভোগী ব্যাংক কর্মচারী আতিকুর রহমান (৩০) বলেন, 'আমি রোববার ভাঙ্গা পৌর শহরের ইসলামী ব্যাংক লিমিটেড থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে পুকুরিয়া ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় নেওয়ার উদ্দেশ্যে একটি লোকাল বাসে উঠি। গাড়ির সামনে একটি কালো রঙের মাইক্রোবাস থামে। ওই মাইক্রোবাস থেকে দুইজন লোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে গাড়িতে উঠে তারা আমাকে জোরপূর্বক তাদের মাইক্রোবাসে তোলে নির্জন স্থানে ফেলে আমার টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা বিষয়টি ভাঙ্গা থানা পুলিশকে জানিয়েছি।' এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, 'আমরা ঘটনাটি জেনেছি। আতিকুরের সঙ্গে কথা বলেছি। ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।