বিভিন্ন স্থানে মানববন্ধন এবং কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন চিকিৎসক-কর্মচারীরা। সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসকসহ অন্য সেবাদানকারীদের ওপর হামলা, অগ্নিসংযোগ, সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্টকরণের প্রতিবাদে এবং নিরাপদ কর্ম পরিবেশের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। চিকিৎসকদের দাবি, গত ১৯ জানুয়ারি দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে দুর্বৃত্তরা ন্যক্কারজনকভাবে হামলা চালায় চিকিৎসকদের ওপর পাশাপাশি তারা সরকারি সম্পদ বিনষ্ট করে। হামলাকারীদের দ্রম্নত আইনের আওতায় আনতে হবে। এছাড়াও কর্মস্থল হোক নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন বাস্তবায়নেরও দাবি জানান চিকিৎসক নেতারা। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে কর্তব্যরত চিকিৎসকদের ওপর দুর্বৃত্তদের ন্যক্কারজনক হামলা ও সরকারি সম্পদ বিনষ্টের প্রতিবাদে হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে সদর হাসপাতালের তত্ত্বাবধায় ডাক্তার আমিনুল হক সরকারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক, ডেপুটি সিভিল সার্জন মোখলেছুর রহমান উজ্জ্বল, ডাক্তার মিঠুন রায়সহ চিকিৎসকরা। এছাড়াও হাসপাতালের অন্য কর্মকর্তা কর্মচারীরাও এতে উপস্থিত ছিলেন।
নাটোর প্রতিনিধি জানান, নাটোরের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের চিকিৎসকরা হাসপাতাল চত্ব্বরে ওই কর্মসূচি পালন করে। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম, মেডিকেল অফিসার ডা. মাশিয়াত আলম, ডা. মোক্তার হোসেন, অভিজিৎ রায়, সিনিয়র স্টাফ নার্স দিলরুবা খাতুন ও প্রধান সহকারী আবু মুসা বক্তব্য রাখেন।
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে কাশিয়ানী ১০০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মচারীরা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তত্ত্বাধায়ক ডা. মাহমুদুল হাসানের নেতৃত্বে হাসপাতালের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. গোলাম মোস্তফা, মাসুদ করিম, আর এম ও মেডিকেল অফিসার ডা. আমিনূল ইসলাম, সেবিকা মনিরা পরভিন প্রমুখ।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্মকর্তা-কর্মচারীরা সোমবার স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে এ মানববন্ধন করেন। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তার বক্তব্যে বলেন, ডাক্তাররা সবসময় রোগীদের জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। কতিপয় দুর্বৃত্ত অন্যায়ভাবে হাসপাতাল ভাঙচুর চালিয়েছে। সরকারি সম্পদ বিনষ্ট করেছে। এদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান এই কর্মকর্তা।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউএইচএফপিও ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বানে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স এই কর্মসূচি পালন করেছে। স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরার নেতৃত্বে বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. একেএম তাইফুল ইসলাম, ডা. মারুফ রাইয়ান, ডা. আফরোজা আক্তার, ডা. সৈয়দ জামিলা হোসেন হলি, ডা. সাবরিনা সুলতানাসহ স্বাস্থ্য কমপেস্নক্সে কর্মরত নার্স ও বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫০ শয্যা হাসপাতালের সমানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার-নার্সসহ সব কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউএইচএফপিও ডাক্তার ইকবাল হাসান, ডাক্তার ফজল ই রাব্বি তৌসিফ, সানজিদা শিকদার, আফরিন আখতার, সুষ্মিতা রায়, নার্সিং ইনচার্জ সুজন দেবনাথ, এমটিইপিআই জ্যোতির্ময় ভট্টাচার্য, পরিসংখ্যানবিদ সুশান্ত কর্মকার, হেলথ ইন্সপেক্টর মলিস্নকা রানি প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাসেরের সভাপতিত্বে সোমবার এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজেন্দ্র দেবনাথ, মেডিকেল অফিসার ডা. মাহজাবিন তাবাসুম, ডা. ফারজানা বিনতে মজিদ মলি, স্যানিটারি ইন্সপেক্টর সাহাদাত হোসেন, হেলথ ইনচার্জ আলী হোসেন, টিএলসিএ আশিকুর রহমান, নার্সিং ইনচার্জ শামছুন্নাহার, সিনিয়র নার্স রওশন আরা, শামীম সুলতানা, ক্যামেলিয়া আজাদ, আব্দুল হালিম, ডেন্টাল সহকারী দেলোয়ার হোসেন প্রমুখ।
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স চত্বরে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপেস্নক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আফরোজ সুলতানা লুনা, মেডিকেল অফিসার ডা. আজাদ রহমান, ডা. শায়লা পারভীন, অমৃত সরকার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফ মাহমুদ, ক্যাশিয়ার গোলাম মওলা, ফার্মাসিস্ট মুনমুন রায়, মইলুন হক প্রমুখ।
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি জানান, মোহনগঞ্জ উপজেলা হাসপাতালের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন ইউএইচএফপিও ডাক্তার রেহানা পারভীন, আরএমও ডা. পার্থ সরকার, ডা. জান্নাতুন নেছা চাঁদনী প্রমুখ।