বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

ঘাটাইলে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
ঘাটাইলে পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে ব্যবহার করা পাকিস্তানি বিমানবাহিনীর পরিত্যক্ত অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। গত রোববার দুপুরে ঘাটাইল থানার বাউন্ডারি দেয়াল সংলগ্ন স্থান থেকে শেলটি উদ্ধার করা হয়। বিদু্যৎ বিভাগের কর্মীরা খুঁটি পোঁতার জন্য খননকাজ করার সময় অবিস্ফোরিত শেলটি খননযন্ত্রের সঙ্গে উঠে আসে। পরে সেটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

পুলিশ ও খনন কাজে নিয়োজিত বিদু্যৎ বিভাগের কর্মীরা জানান, ঘাটাইল থানার বাউন্ডারি দেয়ালসংলগ্ন স্থানে বিদু্যতের খুঁটি পোঁতার জন্য খননকাজ করছিলেন পলস্নী বিদু্যতের কয়েকজন কর্মী। এ সময় খননযন্ত্রের সঙ্গে লোহাসদৃশ একটি বস্তু উঠে আসে। দেখতে অস্বাভাবিক এবং শেলের মতো হওয়ায় ঘটনাটি তারা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে শেলটি উদ্ধার করে। পরে সেনাবাহিনীর একটি টিম অবিস্ফোরিত শেলটি পর্যবেক্ষণ করে জানায়, এটি ১৯৭১ সালে পাকিস্তানি বিমানবাহিনীর ব্যবহার করা মর্টার শেল। ঘাটাইল ওসি (তদন্ত) সজল খান বলেন, 'শেলটি নিষ্ক্রিয় না সক্রিয় তা পরীক্ষার জন্য সেনাবাহিনীকে চিঠি দেওয়া হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে