বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবের আয়োজনে দুইশ' অসহায় ও ছিন্নমূল শীতার্তের মধ্যে জেলা প্রশাসন প্রদত্ত শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন।
প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ রুহুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোলস্না। বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ আরজু ও সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ।
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষকে উষ্ণতার ছোঁয়া দিয়েছে এনজিও ফেডারেশন ইন বাংলাদেশ-এফএনবি পঞ্চগড় জেলা কমিটি। সোমবার উপজেলার শালবাহান দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়। বিতরণ উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফজলে রাব্বি। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর হোসেন, তিরনই হাট ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী ও বু্যরো বাংলাদেশ ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ব্যবস্থাপক সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে গত রোববার পৌরসভা সড়কে অবস্থিত রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে রোটারী ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে অসহায়, দুস্থ ও শীতার্ত সাড়ে ৪শ' মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। ক্লাবের সভাপতি মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় সংগঠনটির চার্টার প্রেসিডেন্ট বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডা. শরীফুল আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইমতিয়াজ, মো. মোস্তফা, জোবায়ের আলম জুবায়ের, রোটারী ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান শাহ্ আহসান হাবীব, রোটারিয়ান দেলোয়ার হোসেন সরকার, তারিকুল আলম তারিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সাভার প্রতিনিধি জানান, সাভারে ভাকুর্তা ইউনিয়নে সমাজের অসহায়, দরিদ্র ও খেটে খাওয়া শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। ইউনিয়ন চেয়ারম্যান লিয়াকত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবউদ্দিন ভুইয়া, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোলস্না, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া, গজারিয়া কঞ্চিপাড়া ইউনিয়ন সাঘাটা উপজেলার ঘুড়িদহ এবং সাঘাটা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের অসহায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করেছেন ফুলছড়ি সাঘাটা গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। গত রোববার পুরাতন উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত পাঁচ হাজার পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা, গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশু, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নুরুল আমিন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া প্রমুখ।
শালিখা (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার শালিখার আড়পাড়ার তপন রায় ও বিরতি রায় দম্পতির কন্যা তনুশ্রীর জন্মদিন উপলক্ষে সমাজ সেবক জিন্নাত বিশ্বাস শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন। এদিকে গ্রামীণ ব্যাংক সীমাখালী শাখার উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজার শওকত হোসেন। প্রধান অতিথি ছিলেন এরিয়া ম্যানেজার মিহির কুমার সরকার, বিশেষ অতিথি ছিলেন প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান।
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৩৫০ জন শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেছে সোনালী ব্যাংক পিএলসি। সোমবার উপজেলা পরিষদ হলরুমে কম্বলগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও শাহরিয়ার রহমান। বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার এ কে এম সেলিম আহমেদ, জেনারেল ম্যানেজার আরশেদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রোকনুজ্জামান, থানার ওসি শাহ নুর এ আলম প্রমুখ।