শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০ জানুয়ারি শনিবার বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের আওতাধীন নারায়ণগঞ্জ পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর সোনারগাঁও ৩৩/১১ কেভি আউটডোর বৈদু্যতিক উপকেন্দ্রের সামনে ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ডের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) অজয় কুমার চক্রবর্ত্তী।

ভবিষ্যতে বৈদু্যতিক যানবাহনের চার্জিং চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ পলস্নী বিদু্যতায়ন বোর্ড কর্তৃক ১২০ কিলোওয়াট (২*৬০কি.ও.) ক্ষমতা সম্পন্ন ডিসি চার্জিং (ডুয়েল কানেক্টর), এসি চার্জার (২২ কি.ও.) প্রযুক্তিসহ ইভি (ইলেকট্রিক ভেহিক্যাল) চার্জিং স্টেশনটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় বাপবিবো'র সদস্য (অর্থ) ও সদস্য (সমিতি ব্যবস্থাপনা, অতিরিক্ত দায়িত্ব) দীপংকর বিশ্বাস, সদস্য (বিতরণ ও পরিচালন) দেবাশীষ চক্রবর্তী, প্রধান প্রকৌশলী (পরিকল্পনা ও পরিচালন) বিশ্বনাথ শিকদার, নারায়ণগঞ্জ পলস্নী বিদু্যৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌ. মো. মাশফিকুল হাসানসহ বাপবিবো ও পবিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে