ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের এজিএম অনুষ্ঠিত
প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
২০ জানুয়ারি সকালে ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খান এবং প্রতিষ্ঠানটির সব বোর্ড অব ডিরেক্টরস। বার্ষিক সাধারণ সভায় ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের গত বছরের বার্ষিক প্রতিবেদন এবং চলতি বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল, ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ, ইন্টারন্যাশনাল হেলথ টেকনোলজি এবং আইএমসিএইচ ডায়াগনস্টিকস অ্যান্ড কনসালটেশন সেন্টার।
প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা এবং চিকিৎসা শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এছাড়াও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল দীর্ঘ দুই যুগ ২০০০ সাল থেকে টঙ্গী তথা গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানের মানুষকে স্বল্পমূল্যে সফলতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। গত বছরের ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে আইএমসিএইচ ডায়াগনস্টিকস অ্যান্ড কনসালটেশন সেন্টার ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে। তাছাড়া ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ দক্ষ ও পেশাদার নার্স তৈরিতে এবং দেশের বাইরে নার্সদের উচ্চশিক্ষা গ্রহণে ও কর্মসংস্থান তৈরিতে উলেস্নখযোগ্য ভূমিকা পালন করে আসছে। সর্বোপরি ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেড বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষায় অপরিসীম ভূমিকা পালন করে আসছে এবং আগামীতে দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি