শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

গাজীপুরে শিশু সুরক্ষা কমিটি গঠিত

  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
গাজীপুরে শিশু সুরক্ষা কমিটি গঠিত

পপুলেশন সার্ভিসেস ট্রেনিং এন্ড সেন্টার (পিএসটিসি)'র সিবিসিপিএস প্রকল্পের আয়োজনে গাজীপুরের মাস্টার বাড়িতে শিশু সুরক্ষা কমিটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরকে সভাপতি করে ২৫ সদস্যবিশিষ্ট ওই কমিটি করা হয়।

কমিটি ঘোষণার পূর্বে পিএসটিসি'র হেড অব প্রোগ্রাম মাহবুবুল আলমসহ প্রজেক্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম পিএসটিসি ও শিশু সুরক্ষা কমিটির আদর্শ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য কমিটির সদস্যদেরকে অবহিত করেন।

এছাড়া প্রোগ্রাম অফিসার শাহরিয়ার শাওনের সঞ্চালনায় এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট তামান্না শাম্মীর সহযোগিতায় শিশু সুরক্ষা কমিটির সদস্য হাফসা আক্তার ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বক্তব্য রাখেন।

কমিটির সদস্যবৃন্দ আশা করেন, এই কমিটি আগামী দিনে শিশুদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে এবং সুন্দর সমাজ গঠনে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ৩ বছর এই প্রকল্পটি শিশু বিশেষ করে নারী শিশুদের নিয়ে কাজ করবে। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে