শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের প্রাক্তনী সম্মিলন অনুষ্ঠিত
প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
ঢাকের তাল আর নৃত্যের মুদ্রায় অতিথি বরণের মধ্য দিয়ে শনিবার সকালে শুরু হয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি'র সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের প্রাক্তনী সম্মিলন-২০২৪। শিক্ষাটাই যেখানে নৃত্য ও সঙ্গীতের সেখানে এই শিক্ষার্থীদের প্রাক্তনী সম্মিলনে বক্তৃতা বিবৃতির পরিবর্তে ঢাকের তাল তথা কণ্ঠ ও অঙ্গের মূর্ছনারই প্রাধান্য ছিল। বর্ণিল সাজে রঙ্গীলার্ যালি করে একযোগে প্রিয় ক্যাম্পাসে প্রবেশ করেন দেশের কালচারাল অঙ্গনে অত্যন্ত সুপরিচিত সঙ্গীত ও নৃত্য শিল্পী তথা দেশের প্রথম এই সাংস্কৃতিক বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের প্রাক্তনীরা।
বিশ্ববিদ্যালয় মিলনায়তনে প্রায় দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন; প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহার, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন আর্কিটেক্ট হোসনে আরা রহমান, সরকার ও রাজনীতি বিভাগের প্রধান ও আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ডক্টর ইয়াসমীন আহমেদসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
সঙ্গীত বিভাগের শিক্ষক শিল্পী প্রফেসর লিলি ইসলামের প্রাণবন্ত উপস্থাপনা ও ফাইন এন্ড পারফর্মিং আর্টস অনুষদের ডিন অ্যধাপক প্রদীপ কুমার নন্দীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠান মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, আলোচনা ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণে এক প্রাঞ্জল মিলন মেলায় পরিণত হয়। সংবাদ বিজ্ঞপ্তি