সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
ফুলেল সংবর্ধনা \হস্টাফ রিপোর্টার, টাঙ্গাইল টাঙ্গাইল প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত পনেরো নেতাকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে। শনিবার বিকালে কম্বাইন্ড হিউম্যান রাইটর্স ওয়ার্ল্ড টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ আরিফ উর রহমান টগর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, এ সময় টাঙ্গাইল প্রেস ক্লাব ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র প্রদান ম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে ১ শতাধিক ছিন্নমূল ও অসহায় শীতার্তের মাঝে কম্বল প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু। \হরোববার দুপুরের দিকে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতির নিজ বাড়ির আঙ্গিনায় এসব শীতবস্ত্র প্রদান করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, আজিজুল ইসলাম, আসাদ মিয়া, কামাল হোসেন প্রমুখ। মহাযজ্ঞ অনুষ্ঠিত ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর শহরের হাতুন্ডা এলাকায় শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গনে ২৪ প্রহরব্যাপী বিশ্বমঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। ৫০তম বার্ষিক এই মহাযজ্ঞে বুধবার নাম সংকীর্ত্তনের শুভ উদ্ভোধনের মাধ্যমে শুভ সূচনা হবে। ২৫ জানুয়ারি ও ২৭ জানুয়ারী পর্যন্ত স্বাধ্যায়যজ্ঞ শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মসভা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, পদকীর্ত্তন ও লীলা কীর্ত্তনসহ বিভিন্ন অনুষ্ঠানাদি অনুষ্ঠিত হবে। ২৮ জানুয়ারি ভোর ৫টায় মঙ্গলারতী ও ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম নাম সংকীর্ত্তন শুভারম্ভ, ৩০ জানুয়ারি পর্যন্ত এ মহানাম যজ্ঞ চলবে। পুরস্কার বিতরণ ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি \হনেত্রকোনার পূর্বধলায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ শনিবার সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, পূর্বধলা থানার ওসি রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু বকর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী প্রমুখ। ক্যাম্পেইন অনুষ্ঠিত ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রামের উদ্যোগে রোববার শিশুদের অধিকার সুরক্ষায় শিশুশ্রম প্রতিরোধ ও শিশুদের জন্য খেলার মাঠের প্রয়োজনীয়তা বিষয়ক ফ্ল্যাশ মোব ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী স্টেশন রোড ও সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের সামনে এ সময় শিশুশ্রম প্রতিরোধ ও শিশুদের জন্য খেলার মাঠের প্রয়োজনীয়তা বিষয়ক বিভিন্ন স্স্নোগান দিয়ে প্রচারণায় অংশগ্রহণ করে, এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ভিশন টঙ্গী শাখার ম্যানেজার মানস বিশ্বাস, আরবান রিসার্চ স্পেশালিস্ট মনিকা রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার কামনাশীষ নকরেক, প্রোগ্রাম অফিসার লিজা মিত্র, জসীমউদ্দীন উপস্থিত ছিলেন। মাসিক সভা ম শার্শা (যশোর) প্রতিনিধি যশোরের শার্শা উপজেলা প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনিক ভবন সভাকক্ষে এ মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, শেখ আফিল উদ্দিন এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, বেনাপোল পোর্ট থানার (ওসি ) সুমন ভক্ত, কৃষি অফিসার দীপক কুমার সাহা, প্রকৌশলী (এলজিইডি) এমএম মামুন হাসান, শার্শা থানার তদন্ত (ওসি) মিলন কুমার মন্ডল, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানসহ কর্মকর্তারা। ক্রীড়া প্রতিযোগিতা ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। রোববার বিকালে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দল ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, সরকারি ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা। \হবিতরণ কর্মসূচি ম জামালপুর প্রতিনিধি জামালপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে দুর্নীতি বিরোধী সংগঠন ইয়েস গ্রম্নপ। রোববার দুপুরে শহরের মাতৃসদন রোডে দুর্নীতিবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট-ইয়েস গ্রম্নপের তরুণ সদস্যরা এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, জামালপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, ইয়েস দলনেতা মুন্নাফ বক্তব্য রাখেন। এ সময় সনাক সহ-সভাপতি শামীমা খান, সদস্য এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, রনজিত বিশ্বাস খোকন, তামান্না সালেহীন কবিতা, আসমাউল আসিফ, ইয়েস সহ-দলনেতা জাকারিয়া, সদস্য পলাশ দেবনাথ, লিখন, মাহিন, কৌশিক উপস্থিত ছিলেন। গোস্ত বিতরণ ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সৌদি আরব থেকে আসা ৫৬০ কেজি দুম্বার গোস্ত ৮৩টি মাদ্রাসা, এতিমখানা ও লিলস্নাহ্‌ বোডিং এবং আনন্দ মার্ঘ সেবাশ্রমে বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ব্বরে এসব গোস্তের প্যাকেট বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুলস্নাহ আল রিফাত, ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দবিরুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, টেকনেশিয়ান মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারা অগ্নিবীণা শিক্ষা উদ্যানের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী রেস্ট হাউজ এলাকার জি কে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অগ্নিবীণা শিক্ষা উদ্যানের নির্বাহী পরিচালক তাজকিয়ারুলের সভাপতিত্বে ভেড়ামারা আদর্শ কলেজের প্রভাষক আলমগীর হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মাহবুব-আলম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আইয়ুব আলী, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ অন্যরা। কম্বল প্রদান ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে শতাধিক শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার রাতে মনোহরগঞ্জ উপজেলার খিলা রেলওয়ে স্টেশন, নাথেরপেটুয়া রেলওয়ে স্টেশন ও লাকসাম রেলওয়ে জংশনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি হাজি সেলিম জাহাঙ্গীর মজুমদার, সাধারণ সম্পাদক আবুল খায়ের। শীতবস্ত্র বিতরণ ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া, বোনারপাড়া, মুক্তিনগর, জুমার বাড়ি ইউনিয়নে হতদরিদ্র মানুষের মাঝে ৫ হাজার পিছ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট এস এম সামশীল আরেফিন টিটুসহ সভাপতি হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, সাবেক চেয়ারম্যান আহসানুল কবীর, চেয়ারম্যান সাহিনুর ইসলাম সাজু, মোসলেম উদ্দিন বাবলু, সাইফুল ইসলাম, খায়রুল ইসলাম রুবেলসহ দলীয় নেতা কর্মীরা।