সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
ফুলেল শ্রদ্ধা ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রোববার সকালে নবগঠিত আনোয়ারা প্রেস ক্লাবের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির শাহ্‌ সুমন, সহসভাপতি মোহাম্মদ মোরশেদ হোসেন, নুরুল আবছার তালুকদার, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, হিজবুলস্নাহ্‌ মোহাম্মদ সোহেল, মো. ইমরান হোসাইন, রেজাউল করিম সাজ্জাদ, মো. নেজাম উদ্দিন, কোরবান আলী টিটু, মো. মহিউদ্দিন মনজুর, জিন্নাত আইয়ূব, কাজী আবদুল হান্নান প্রমুখ। মতবিনিময় সভা ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি আসন্ন শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্‌ উদ্দিন ছালেম দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার রাতে কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গবরীকুড়া একে উচ্চ বিদ্যালয় হলরুমে দলীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নঈম উদ্দিন আকন্দের সভাপতিত্বে কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আউরংগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোনয়ন প্রত্যাশী ছালেম। এ সময় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার ভোটার উপস্থিত ছিলেন। খেলা অনুষ্ঠিত ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে ৮টি দল নিয়ে শুরু হয়েছিল গোবিন্দপুর সরদারপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব আয়োজিত খাসি অ্যান্ড খাসি ফুটবল টুর্নামেন্ট। শনিবার বিকালে পার্বতীপুর গোবিন্দপুর সরদারপাড়া টাইগার স্পোর্টিং ক্লাব মাঠ প্রাঙ্গণে, এর ফাইনালে সফলতার মঞ্চ বস্নাড ডোনেট ফাউন্ডেশন পার্বতীপুর বনাম আরিফ একাদশ পার্বতীপুর অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ব্যাংক কর্মকর্তা মো. আসাদুজ্জামান সরদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. আমজাদ হোসেন। এ খেলায় ৩-১ গোলে আরিফ একাদশ পার্বতীপুরকে পরাজিত করে সফলতার মঞ্চ বস্নাড ডোনেট ফাউন্ডেশন জয়ী হয়েছে। শীতবস্ত্র বিতরণ ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশা বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)'র আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রুপনের সভাপতিত্বে ৩নং ছাওড় ইউনিয়ন পরিষদ চত্বরে প্রকল্পের ৩০ জন উপকারভোগী সদস্যদের মধ্যে ১টি করে কম্বল, হাত মোজা, পা মোজা, টুপি এবং মেরিল পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা ব্রেড ফর দা ওয়ার্ল্ড জামার্নির অর্থায়নে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। এ সময় ইউপি সচিব, ওয়ার্ড সদস্য, উপসহকারী কৃষি কর্মকর্তা, সিসিআরসির নেতারাসহ প্রকল্পের কর্মীরা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি মেহেরপুরের গাংনীতে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। শনিবার বিকালে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক সাগর অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, সাবেক মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনী মোবারকসহ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শীতকালীন ক্রীড়া ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রোববার স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগী বিজয়ীদের মাঝে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী আফিসার মো. আনিসুর রহমান, থানা অফিসার্স ইনচার্জ মো. তাওহীদুল ইসলাম তৌহিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার দিপক কুমার বণিক, একাডেমিক সুপার ভাইজার মো. শফিউল আলমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। কর্মশালা অনুষ্ঠিত ম জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি শরীয়তপুর জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে জাতীয় পুষ্টি পরিসেবা (এনএনএস) কর্তৃক আয়োজিত পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এনএনএস) প্রকৌশলী মো. নাজমুল আহসান, আন্তর্জাতিক প্রোগ্রাম অফিসার এস এম রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক। এ ছাড়া বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় প্রতিনিধি এবং বিভিন্ন স্কুলের শিক্ষকসহ অনেকেই উপস্থিত ছিলেন। টিসিবি পণ্য উদ্বোধন ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বিরামপুরে খাদ্যবান্ধব সরকারের একটি মহৎ উদ্যোগের ধারাবাহিকতায় সঠিক মূল্যে বিক্রয়কৃত টিসিবি পণ্য বিক্রয়ের কাজ সারা দেশের ন্যায় উপজেলার খানপুর ইউনিয়নে চলছে। রোববার সকাল ১০টায় উপজেলার অত্র ইউনিয়নে ডিলার পৃথকভাবে ইউনিয়ন পরিষদ চত্বর ও খানপুর সাবেক ইউপি ভবনের সামনে ইউপি চেয়ারম্যান চিত্য রঞ্জন পাহান সঠিক মূল্যে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধন করেন। এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তার জনার্দণ শর্মা, পারভেজ হোসেন ও ইউপি সদস্য, ক্রেতা সাধারণসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১৪ আসনে টানা তৃতীয়বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম চৌধুরীর সঙ্গে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর সদরঘাটস্থ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম নেতারা। এতে উপস্থিত ছিলেন, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম মোস্তফা, দপ্তর সম্পাদক জাহিদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক ওমর ফারুক, তথ্য-প্রযুক্তি ও ধর্মবিষয়ক সম্পাদক আনোয়ার আবীর প্রমুখ। ব্যাডমিন্টন টুর্নামেন্ট ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলায় শনিবার রাতে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪-এর শুভ উদ্বোধন করলেন নেত্রকোনা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন পূর্ব আলোচনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মো. হাসানুজ্জামান রাফী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম। খেলায় উপজেলার ২২টি দল অংশগ্রহণ করছেন। ফুটবল খেলা ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি ফটিকছড়ির কর্ণফুলী চা বাগানে ১০নং লাইন একতা সংঘ আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি উপজেলা কর্ণফুলী চা বাগান সংলগ্ন বিলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সুদর্শনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন মুহুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি বাবু অমল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক অসীম কুমার চাকমা প্রমুখ। বিনামূল্যে চক্ষুশিবির ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকার উদ্যোগে ও বগুড়া মিশন হাসপাতাল পরিচালনায় এবং সমাজসেবক আলহাজ নবিউল ইসলাম নয়নের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষুশিবির অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে তালোড়া পৌরসভার কাউন্সিলরদের কক্ষে এ চক্ষুশিবিরের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পৌরসভার মেয়র আব্দুল জলিল খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র আলহাজ মোশারফ হোসেন মুন্সি সেলিম, ব্যবসায়ী আলহাজ আব্দুল কাদের চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী, তালোড়া ইউপি সদস্য সেকেন্দার আলী প্রমুখ। শীতবস্ত্র বিতরণ ম নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৯ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন মাওলানা আবু আহমদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই কর্মসূচির বাস্তবায়ন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর উত্তর ও আশুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ শতাধিক এর আগে ২৫ ডিসেম্বর আরও ৩ শতাধিক পরিবারের শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আবু আহমদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে দোয়া পরিচালনা করেন মাওলানা মাহবুবুর রহমান।