চৌগাছায় হনুমানের আক্রমণে আহত ৬
প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় তিনটি বিদ্যালয়ে হনুমানের আক্রমণের ঘটনা ঘটেছে। আক্রমণে পাঁচজন শিক্ষার্থী ও একজন অভিভাবক আহত হয়েছেন।
রোববার উপজেলার বেড়গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হনুমানের আক্রমণে পাঁচজন শিক্ষার্থী আহত হয়। এবং কয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হনুমানের আক্রমণে একজন অভিভাবক আহত হয়েছে। এছাড়া সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়েও হনুমানের আক্রমণের খবর পাওয়া গেছে।
উপজেলার বেড়গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা জানান, 'বিদ্যালয়ে প্রবেশ করার সময় ১২ জন শিক্ষার্থীর ওপরে আক্রমণ করে একটি হনুমান। এতে পাঁচজন আহত হয়। আহতরা হলো- নুসরাত আরা (১০), সোহানা আফরিন (১১), নুসরাত ফারিয়া (১১), শ্রাবনী আক্তার (৯) ও তৌহিদুল ইসলাম (১০)।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতরা সবাই সুস্থ আছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।