শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

৪ দিনেও উদ্ধার হয়নি ফেরি 'রজনীগন্ধা'

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
৪ দিনেও উদ্ধার হয়নি ফেরি 'রজনীগন্ধা'

মানিকগঞ্জের পাটুরিয়ার পদ্মা নদীতে ডুবার চার দিনেও ফেরি রজনীগন্ধকে উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী জাহাজ। শুক্রবার বিকাল থেকে ফেরিটি উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। প্রায় ৫০ ফুট পানির নিচে ফেরিটি উদ্ধারের জন্য রশি বেঁধে টেনে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

নৌ-বাহিনীর ডুবুরি দলের প্রধান শাহ পরান জানান, নদীতে ডুবে যাওয়া ফেরিতে কিছু পড়ায় বেলুনের মাধ্যমে হাওয়া দিয়ে পরিষ্কার করে উদ্ধারের জন্য রশি বেঁধে টানা হচ্ছে। ফেরিটি উদ্ধারের জন্য কত সময় লাগতে পারে তা বলতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে রোববার ফেরি পানির ওপরে জেগে উঠতে পারে।

এছাড়া নদীতে ডুবে থাকা পণ্য বোঝাই ৬টি ট্রাক এখনো উদ্ধার করতে পারেনি। বিআইডবিস্নউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম এখন পর্যন্ত একটি কাভার্ড ভ্যান ও দুই পণ্যবাহী ট্রাক উদ্ধার করেছে। প্রত্যয় গত শুক্রবার আসার পর এখন কিছুই উদ্ধার করতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে