পত্নীতলায় অটোচালক খুনের রহস্য উন্মোচন ঘাতক আটক
প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই এবং চালককে খুনের মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে পত্নীতলা থানা পুলিশ এ তথ্য জানায়। শনিবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে রংপুরের পীরগঞ্জের সাতগাড়া গ্রাম থেকে আসামি হাদিউল ইসলাম জীবনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া সদর থানার পীরগাছা বাজার থেকে অপর আসামি আশারাফুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ জানুয়ারি নওগাঁর মহাদেবপুরের গোবিন্দপুর এলাকার অটোরিকশা চালক আজিজার রহমান (৫০) ভাড়ার উদ্দেশে বের হয়। এরপর রাত পর্যন্ত তাকে না পাওয়া গেলে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরের দিন ফেসবুকের মাধ্যমে জানতে পারেন পার্শ্ববর্তী পত্নীতলা বাজার এলাকায় এক যুবকের মরদেহ পাওয়া গেছে। অতঃপর স্বজনরা ঘটনাস্থলে এসে আজিজার রহমানের মরদেহ শনাক্ত করেন।