চৌদ্দগ্রামে নির্মাণ শ্রমিকদের হা-ডু-ডু প্রতিযোগিতা

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার চৌদ্দগ্রাম বাজারে নির্মাণাধীন কাজী রাজ্জাক টাওয়ারের নির্মাণ শ্রমিকদের জন্য গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর এলাকার রামরায়গ্রাম কাজী বাড়িতে কাজী এনাম ফাউন্ডেশন ইউএসএ'র উদ্যোগে এ আয়োজন করা হয়। কাজী রাজ্জাক টাওয়ার নির্মাণকাজে সহযোগী রাজ শ্রমিক, পরিবহণ, ইলেকট্রিক, টাইলস্‌, থাইগস্নাস ও ওয়ার্কশপ শ্রমিকদের আটটি গ্রম্নপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এতে শাকিলের পরিবহণ গ্রম্নপ চ্যাম্পিয়ান ও বিপস্নবের থাই গস্নাস গ্রম্নপ রানার্স আপ হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাজী এনাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী এনামুল হকের সভাপতিত্বে অতিথি ছিলেন ঢাকা চেম্বার অফ কমার্সের পরিচালক আবদুল মান্নান, চৌদ্দগ্রাম সোসাইটি ইউএসএ ইনক্‌ সম্পাদক কামরুল হাসান, চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী কামাল উদ্দিন পাটোয়ারী, সৌদি আরবের ব্যবসায়ী মিজানুর রহমান, পরিবহণ ব্যবসায়ী সোহেল, ব্যবসায়ী লিটন, শাহজালাল, জুনায়েদ আহমেদ বুলবুল, শেখ কামাল, কাজী মাসুম, কাজী শামীম, কাজী আবুল, নুরুল আলম সুমন, কাজী রানা, কাজী মুকুল প্রমুখ।