শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বামনায় প্রসূতির মৃতু্য, হাসপাতালের চেয়ারম্যান কারাগারে

বামনা (বরগুনা) প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
বামনায় প্রসূতির মৃতু্য, হাসপাতালের চেয়ারম্যান কারাগারে

বরগুনার বামনার ডৌয়াতলা ইউনিয়নের লাইসেন্স বিহীন সুন্দরবন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় প্রসূতির মৃতু্যর ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই হাসপাতালের চেয়ারম্যান ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে আটক করেছের্ যাব। শনিবার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

পরে ওইদিন রাতে গ্রেপ্তার আসামিকে বামনা থানায় হস্তান্তর করা হয়। রোববার তাকে বরগুনা আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি সুন্দরবন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের ভুল চিকিৎসায় মোসা. মেঘলা আক্তার (২০) নামে এক প্রসূতি ও তার গর্ভের সন্তানের মৃতু্য ঘটে। নিহত ওই প্রসূতি উপজেলার রামনা ইউনিয়নের উত্তর রামনা গ্রামের রফিকুল ইসলাম তারেকের স্ত্রী।

এই ঘটনার প্রতিষ্ঠানটির মালিক, ডাক্তার, নার্সসহ সব স্টাফরা পালিয়ে যায়। পরে পালিয়ে থাকা মামলার এজাহারভুক্ত ৩নং আসামি মিজানুর রহমানকে ঢাকা থেকের্ যাব-২ এর সদস্যরা আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে