নওগাঁর বদলগাছীতে ঘন কুয়াশা ও তীব্র শীতে অতিষ্ট হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। প্রতিদিন বেলা ২টার পর তাপমাত্রা একটু বৃদ্ধি পেলেও সন্ধ্যা থেকে শুরু হচ্ছে হাড় কাঁপানো শীত।
দিন মজুর, খেঁটে খাওয়া মানুষ ও গৃহস্থরা গবাদি পশু নিয়ে পড়েছে চরম বিপাকে। তারা বলছেন, 'এই শীতে আমরা খেঁটে খাওয়া মানুষ কাজ করতে না পাড়ায় পরিবার নিয়ে অতি কষ্টে পড়েছি।'
উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামের বেলাল, নজিবর, আজাহারসহ অনেকে বলেন, 'অতিরিক্ত ঠান্ডার কারণে আমরা কাজ কাম করতে পাড়ছি না। শীতের কারণে ঘর থেকে বাইরে যাওয়াও কষ্টকর। পরিবার নিয়ে সংসার চালানো কষ্টের বিষয় হয়ে পড়েছে।
বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। আগামীতে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।