বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

হাতীবান্ধায় ভ্যানচালক হত্যায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যানচালক হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ ও মানববন্ধন -যাযাদি

হত্যাকান্ডের তিন দিন অতিবাহিত হলেও এখনো পুলিশ হাতীবান্ধার ভ্যানচালক মানিকুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। এরই প্রতিবাদে সিঙ্গিমারী ইউনিয়নের পক্ষ থেকে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন ওই এলাকার সর্বস্তরের জনগণ।

এদিকে হত্যাকারীদের গ্রেপ্তার ও সন্দেহের বেড়াজালে নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে মানববন্ধন থেকে।

রোববার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে মানববন্ধন শেষে সড়ক অবরোধ করেন তারা।

স্থানীয়রা ও পুলিশ জানান, গত ১৯ জানুয়ারি উপজেলার রমনীগঞ্জ এলাকা থেকে ভ্যানচালক মানিকুলের মাথা বিহীন দেহ উদ্ধার করে পুলিশ। একদিন পর দালালপাড়া এলাকা থেকে মাথা, মোবাইল ও ছুড়ি উদ্ধার করা হয়। পরে মানিকুলের মা বাদী হয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করেন।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, 'হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আশা করি দ্রম্নত সময়ের মধ্যে হত্যাকারীরা গ্রেপ্তার হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে