দাদাকে পিটিয়ে হত্যায় নাতি গ্রেপ্তার

বিপুল পরিমাণ মাদকসহ ৬ জেলায় গ্রেপ্তার ১২

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতীতে দাদাকে হত্যার দায়ে নাতিকে গ্রেপ্তার করেছের্ যাব। এদিকে হবিগঞ্জের মাধবপুরে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে, বাগেরহাটে মোলস্নাহাটে, সুনামগঞ্জের শান্তিগঞ্জে ও নেত্রকোনার দুর্গাপুরে বিপুল পরিমাণ মাদকসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল মান্নান নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি নাতি রাব্বীকে গ্রেপ্তার করেছের্ যাব-১৪। শনিবার সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ি বাইমাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাব্বী (২০) কালিহাতী উপজেলার আউলটিয়া ভোটেরবাড়ী গ্রামের হায়দার আলীর ছেলে। র্ যাব-১৪ সিপিসি-৩ কোম্পানি অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম বলেন, 'নাতি রাব্বীর সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দাদা আব্দুল মান্নানের বিরোধ ছিল। গত ১৬ জানুয়ারি বিকালে দাদা মান্নানের সঙ্গে নাতি রাব্বীর ঝগড়া হয়। একপর্যায়ে মান্নানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাব্বী। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেওয়ার পথে তার মৃতু্য হয়। খুলনা অফিস জানায়, খুলনার চাঞ্চল্যকর চিত্তরঞ্জন হত্যা ও ডাকাতি মামলার মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছের্ যাব। শনিবার ঢাকার থেকে আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামি রাজু মুন্সি (৩২) নড়াইলের কালিয়া থানার ইকরামুল মুন্সির ছেলে। গ্রেপ্তার আসামিকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ ফারুক মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোররাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের উত্তর সুরমা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বসতঘর তলস্নাশি করে ৩৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। আটক ফারুক মিয়া ওই এলাকার মৃত সামসু মিয়ার ছেলে। ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট নারীসহ পাঁচ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছের্ যাব। এ সময় থেকে ২০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হেলাল মিয়া (৪৫), গাজীপুরের টঙ্গীর ড্রাইভার হেলাল (৫৫), নরসিংদীর রায়পুরার হক মিয়ার স্ত্রী রুমানা (২৬), একই এলাকার আব্দুল ওহাবের স্ত্রী পারভীন (৪০) এবং আশাবুদ্দিনের মেয়ে পাখি (২৫)। পুলিশ জানায়, আটকদের আড়াইহাজার থানায় একটি মামলা করে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে মোলস্নাহাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার উপজেলার গাড়ফা এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন বাগেরহাটের রামপাল উপজেলা সিঙ্গারবুনিয়া গ্রামের নোমান সরকার (২৩) ও লক্ষ্ণীপুর জেলার রায়পুর সাইচা দালানবাজার এলাকার রাকিব হোসেন ভুঁইয়া (২০)। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার জানান, গোপন খবরের ভিত্তিতে মোলস্নাহাট উপজেলার গাড়ফা এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেনী থেকে খুলনাগামী একটি বাসে তলস্নাশি চালিয়ে দু'জনকে গ্রেপ্তার করা হয়। শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক চোরাচালানে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। রোববার উপজেলার পাগলা পশ্চিমপাড়া হোসেনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন হবিগঞ্জের চুনারুঘাটের পুরানগাঁও গ্রামের আব্দুর রউফ (৩৫), একই গ্রামের ফয়সল মিয়া (৩২) ও জেলার ছাতক থানার উত্তর বড়কাপন গ্রামের বাঁচ্চু মিয়ার স্ত্রী লাকি বেগম (২৫)। শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আদালতে চালান দেওয়া হয়েছে। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে ১১২ বোতল ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিপন মিয়া (২৬) উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে। এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, 'মদসহ আটক ব্যক্তিকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।