শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

দেশটাকে পুরোপুরি নিরাপদ করতে চাই -নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী -যাযাদি

মানিকগঞ্জে ফেরি দুর্ঘটনা নিয়ে নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, 'প্রতিনিয়ত ঘটছে এরকম দুর্ঘটনা। আমরা এ দেশটাকে পুরোপুরি নিরাপদ করতে চাই। শুধু নৌ-পথ নয়, সব ক্ষেত্রেই নিরাপদ করতে চাই। নৌ-পথে দুর্ঘটনা অনেক কমে এসেছে।' \হরোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট হলো মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর। এছাড়া অসংখ্য প্রকল্প রয়েছে, এগুলো শেষ করাই আমাদের বড় চ্যালেঞ্জ। আগামী ৫ বছরের মধ্যে নৌ পরিবহণ মন্ত্রণালয়ের যতগুলো প্রকল্প আছে আমরা শেষ করতে চাই।' বিএনপির নির্বাচনে অংশ না নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বিএনপি নির্বাচনে আসলে তাদের সঙ্গে দেশ-বিরোধীরা থাকত। সে কারণে নির্বাচন একটি উত্তেজনাপূর্ণ ও ভয়াবহতা পেত। সেই ভয়াবহতার হাত থেকে দেশ রক্ষা পেয়েছে।' এ সময় নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে