সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
অনলাইন ডেস্ক
পুরস্কার পেলেন
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের হারুন, চা বিক্রির টাকায় পাঠাগার গড়ে নিজ এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছিলেন। এবার এ কাজের স্বীকৃতি স্বরূপ তিনি পেলেন 'প্রিয় বাংলা পাঠাগার' পুরস্কার।
প্রিয় বাংলা প্রকাশনীর উদ্যোগে শুক্রবার রাজধানী ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে হারুন মিয়াকে 'প্রিয় বাংলা পাঠাগার পুরস্কার' দেওয়া হয়। উলেস্নখ্য, হারুনের বাড়ি গৌরীপুর পৌর শহরের সতীষা গ্রামে। বিশিষ্ট নাট্যভিনেতা আবুল হায়াত অনুষ্ঠানে অতিথি থেকে হারুনের হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
কম্বল বিতরণ
ম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। শনিবার সকালে ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) সদরপুর কার্যালয়ে দুইশত পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী-পরিচালক সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার কোডেকের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস, সদরপুর শাখার ব্যবস্থাপক মাহবুব আলম, সদরপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান্যান জিনিয়া নাজনীন কল্পনা প্রমুখ।
বেঞ্চ বিতরণ
ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
দাউদকান্দি উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্চ বিতরণ করা হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে উপজেলা পরিষদের মাধ্যমে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭২ জোড়া পস্নাস্টিক বেঞ্চ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে বেঞ্চ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিলস্না-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা প্রকৌশলী অফিসার হোসেন খন্দকার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
খেলা অনুষ্ঠিত
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এটি ৭ম আসরের ৪র্থ ও শেষ খেলা। খেলায় ঢাকা বিভাগের টাঙ্গাইল ফুটবল একডেমি দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে ৪র্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মনপুরা মাঠের চ্যাম্পিয়ন সৈয়দপুর ফুটবল একাডেমি দল। খেলার মাঠে প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ (মামুন)। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজগার আলী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাদিকুল ইসলাম।
মতবিনিময় সভা
ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান সুজা মতবিনিময় করেছেন। শুক্রবার রাতে রাণীশিমুল মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাণীশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমান উলস্নাহ আমান। কণ্ঠশিল্পী মিলন ঠাকুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান সুজা। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোক উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল গ্রামীণ ব্যাংক বাচোর শাখার উদ্যোগে (ভিক্ষুক) সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদস্যদের হাতে কম্বল তুলে দেন প্রধান অতিথি গ্রামীণ ব্যাংক ঠাকুরগাঁও জোনের জোনাল ম্যানেজার নিতাই ঘটক, বিশেষ অতিথি উত্তম কুমার বসু, রাণীশংকৈল এরিয়া ম্যানেজার আব্দুল ওয়ারী, বাচোর শাখা ম্যানেজার ওবাইদুল ইসলাম।
শীতবস্ত্র বিতরণ
ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে দিনাজপুরের খানসামা উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে এবং ব্যাংকার্স ক্লাব রংপুরের সহযোগিতায় উপজেলার ভেড়ভেড়ী ইউপির খামার বিষ্ণুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ২৫০ জন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এসময় রংপুর সোনালী ব্যাংক পিএলসির জিএম মো. রশিদুল ইসলাম, খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার ব্যবস্থাপক আবু নায়েম মীর শরীফ আহসান প্রমুখ।
ইজতেমা সমাপ্ত
ম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা তাবলিগ জামাতের আয়োজনে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শনিবার বেলা ১২টার সময় পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে।
আয়োজকরা জানান, জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এই ইজতেমার আয়োজন করা হয়। ইজতেমা মাঠে প্রায় লাখো মুসলিস্নর থাকার ব্যবস্থা করা হয়েছিল। গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাহান কবির বলেন, এবারের ইজতেমায় বয়ান করেন তাবলিগ জামাতের মুরব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আজিমুদ্দিন, মুফতি মাওলানা আজিজসহ বেশকিছু মুরব্বিরা।
কম্বল বিতরণ
ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় ৮০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউনিটের সাধারণ সম্পাদক সাংবাদিক বাহারুল ইসলাম মোলস্না ও সাংবাদিক হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
প্রশিক্ষণ কর্মশালা
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নীলফামারী এরিয়া প্রোগ্রাম'র উদ্যোগে উন্নত কৃষি (গরু পালন) উৎপাদন কৌশল বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শনিবার শেষ হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল, ইউপিজি ফেসিলিটেটর নাসরিন নাহার ও জেমমিন আক্তার।
খামারি প্রশিক্ষণ
ম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে বিজ্ঞানভিত্তিক মহিষ পালন ও খামার ব্যবস্থাপনা শীর্ষক তিন দিনব্যাপী খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার সকাল ১০টার দিকে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন মহিষ গবেষণা ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে নির্বাচিত ৫০ জন মহিষ খামারি প্রশিক্ষণ বিএলআরআই আঞ্চলিক কেন্দ্র, রাজাবাড়ীহাট, গোদাগাড়িতে শুরু হয়েছে। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্প পরিচালক ডক্টর গৌতম কুমার দেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট'র মহাপরিচালক ডক্টর এস এম জাহাঙ্গীর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো. আখতার হোসেন।
কম্বল প্রদান
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক কালীগঞ্জ শাখার উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
এ সময় মহিলা কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নাজমুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. বাদল হোসেন, সাংবাদিক আব্দুর রহমান আরমান, ব্যাংকের ম্যানেজার মো. রাশেদুল হাসান চৌধুরী, ডেপুটি ম্যানেজার মোহাম্মদ শাহিনুল হক, কর্মকর্তা মো. শামিমুল আহসান, মো. সাজ্জাদ হোসেন, মো. সাইফুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী, মহিলা কলেজের অন্যান্য শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলা অনুষ্ঠিত
ম চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের আখতারের বাজার সংলগ্ন মিয়াপাড়া মাঠে আমরা ফুটবল একাদশ ও চিরিরবন্দর ভাই ভাই একাদশের ফাইনাল খেলার আয়োজন করে। আমরা ফুটবল একাদশ ৭-৬ গোলে চিরিরবন্দর ভাই ভাই একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলাটি পরিচালনা করেন সাজেদুর রহমান রুবেল, হাবিবুর রহমান হাবিব ও মোস্তাফিজুর রহমান বাবু।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ আখতারুজ্জামান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন।
শীতবস্ত্র বিতরণ
ম মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
তীব্র শীতের কষ্টকে লাঘব করার জন্য জামালপুরের মাদারগঞ্জে রোজী স্মৃতি সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কোয়ালিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জিয়াউর রহমান জিয়া এর সভাপতিত্বে শীতবস্ত্র (চাদর) প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মুত্তাছিম বিলস্নাহ, ফরহাদ হোসেন চঞ্চল, মাহফুজুল হক মমিন, আব্দুলস্নাহেল আরিফ, অফিসার প্রার্থ প্রতিম রায়, সাংবাদিক জাহিদ হাসান, হেলাল উদ্দিন প্রমুখ।
কম্বল উপহার
ম ফেনী প্রতিনিধি
ফেনী পৌর এলাকার গরিব, দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চার হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী মাস্টার পাড়াস্থ তার বাসবভবনের সামনে পৌরসভার ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও প্রতিনিধিদের মাধ্যমে এসব কম্বল বিতরণ করেন। বিতরণ কার্যক্রমে ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, প্যানেল মেয়র, কাউন্সিলরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ছিলেন।
শীতবস্ত্র বিতরণ
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে শহরের পশ্চিম আকুর টাকুর ঈদগাহ মাঠে শতাধিক অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, অমল ব্যানার্জি, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজসহ অন্য নেতারা।
সংবর্ধনা
ম সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আ'লীগের সদস্য অধ্যক্ষ আবদুর রশীদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে ভাটারা সমিতি ঢাকার উদ্যোগে সরিষাবাড়ী উপজেলার ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। ভাটারা সমিতি ঢাকার সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবদুর রশীদ। প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডক্টর হারুন-অর-রশিদ, বিশেষ অতিথি থাকেন পৌর মেয়র মনির উদ্দিন, আ. গণি, ব্যারিস্টার হাসিব সিদ্দিক।
কমিটি গঠন
ম স্টাফ রিপোর্টার, যশোর
নাট্য সংগঠন বিবর্তন যশোর'র নতুন ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে নওরোজ আলম খান চপল সভাপতি এবং সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি।
শুক্রবার রাতে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় তারা মনোনীত হন। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মানস বিশ্বাস ও এইচ আর তুহিন, সহ-সাধারণ সম্পাদক রাম প্রসাদ রায়, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক শাহরিন সুলতানা নিশি, দপ্তর সম্পাদক কমল বিশ্বাস, প্রচার সম্পাদক রুহিনা শারমিন এলিস, পাঠাগার সম্পাদক তন্ময় রায় এবং নির্বাহী সদস্য সানোয়ার আলম খান দুলু, তানজিলা আক্তার জিনি, সাবিকুন নাহার কাকলি, বৃন্দাবন সাহা ও দেব দুলাল রায়।
মাদ্রাসায় মাহফিল
ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে রহাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাগে ইব্রাহিম দারুল আজহার মাদ্রাসার আয়োজনে এক দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে মাদ্রাসা প্রাঙ্গণে একের পর এক মানুষের উপস্থিত বাড়তে থাকে। এ সময় মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলোয়াত ও হামদ নাত পাঠ করে।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও ইব্রাহিম নিট গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর আলোচিত তরুণ বক্তা হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ। এ ছাড়া ঢাকা নারায়ণগঞ্জের আল আমিন জামে মসজিদের খতিব মুফতি আব্দুলস্নাহ আল আমিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।