দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক আন্দোলনের সংবাদ সম্মেলন

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০

খুলনা অফিস
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় সংবাদ সম্মেলন করেছে নাগরিক আন্দোলন। শনিবার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন নাগরিক আন্দোলনের খুলনার সমন্বয়ক ডা. শেখ বাহারুল আলম। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার মৃল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিলেও বাজারে এর কোনো প্রতিফলন নেই। দ্রব্যমূল্য বেড়েই চলেছে। এই মৃল্যস্ফীতির ফলে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে ধনী শ্রেণির ওপর তেমন প্রভাব না পড়লেও ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্প আয়ের মানুষ। স্বল্প আয়ের মানুষ অত্যন্ত কষ্টে দিনতিপাত করছে। তিনি আরও বলেন, ভারসাম্যহীন মুদ্রা ব্যবস্থাপনার কারণে আমদানিনির্ভর পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অথচ সাধারণ মানুষের আয় বাড়ছে না। নাগরিক আন্দোলনের সমন্বয়ক আরও বলেন, অবিলস্বে অসৎ ব্যবসায়ী মজুতদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে নাগরিক আন্দোলন আরও বড় ধরনের আন্দোলন করবে।