খাস জমি নিয়ে পাল্টাপাল্টি হামলায় ২০ জন আহত

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

প্রকাশ | ২১ জানুয়ারি ২০২৪, ০০:০০

হাওড়াঞ্চল প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওড় অধু্যষিত অষ্টগ্রামে সরকারি খাস জমি নিয়ে দুইপক্ষের মধ্যে একাধিকবার হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। লুটপাট চালানো হয়েছে বেশ কয়েকটি বাড়ি-ঘরে। এ নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে পুরো উপজেলা জুড়ে। দফায় দফায় হামলা থামাতে অনেকটা পুলিশ পাহারায় থাকতে হচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে কবির খান্দানের খাওরাইল হাওড়ের সরকারি খাস জমি নিয়ে ঠাকুর বাড়ির তৌহিদ মিয়া ঠাকুরের লোকজন এবং কবির খান্দানের রফিক মিয়ার লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে একাধিকবার সালিমশ বৈঠকেও কোন কাজ হয়নি। এ নিয়ে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা কাজ করতে থাকে। জানা গেছে, রফিক মিয়ার লোকজন গত বুধবার আখড়া বাজারে তৌহিদ মিয়া ঠাকুরের উপর চড়াও হয়। পরে উভয় পক্ষে লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শামীম মিয়া, তৌহিদ ঠাকুর, কাউছার ঠাকুর, সন্তো মিয়া, আয়না মিয়া, জীবন ঠাকুরসহ উভয় পক্ষের অনন্ত ২০ জন আহত হয়েছেন। তাদের অষ্টগ্রাম উপজলা স্বাস্থ্য কমপেস্নক্স ও কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষে মারামারি শেষে কবিরকান্দার গ্রামের বিদ্যান মিয়া বাড়ি ও দোকানে হামলা চালিয়ে লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। রফিক মিয়া জানান, বিল মাকসা মৌজায় প্রায় ৩০ বছর ধরে সরকারি দুই একর খাস জায়গা লিজ নিয়ে ভোগ দখল করে আসছেন। এর পাশেই খারুয়াইল মৌজার তৌহিদ ঠাকুর ও আঞ্জু মিয়াসহ কয়েকজনের জমি আছে। কিন্ত দুই বছর ধরে তারা রফিক মিয়ার জমিও দখল করে নিয়েছেন। এ নিয়ে আদালতে মামলা হলে রায় পান রফিক মিয়া। এরপরও তৌহিদের লোকজন জমির দখল ছাড়েননি। একাধিক সালিশে বসেও কোন ফল পাওয়া যায়নি। এ নিয়েই বুধ ও বৃহস্পতিবার সংঘর্ষ হয়। এদিকে তৌহিদ ঠাকুরের ছেলে শাহীন ঠাকুর জানান, নদী ভাঙনের ফলে তাদেরসহ এলাকার বহু মানুষের জমি বিলীন হয়েছে। আবার নতুন করে চর জেগেছে। এরপর যার যার সীমানা অনুযায়ী সবাই চর ভোগদখল করে চাষাবাদ করছে। কাজেই তারা রফিকদের জমি দখল করেননি। এ ব্যাপারে অষ্টগ্রাম থানার শফিকুল ইসলাম জানান, দুই দিন কিছু ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।