শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আটঘরিয়ায় গরু চুরির হিরিক

দুই সপ্তাহে ১০ গরু চুরি গণপিটুনিতে নিহত ১
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
আটঘরিয়ায় গরু চুরির হিরিক

পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নসহ বিভিন্ন স্থানে অস্ত্রশস্ত্র ও টাক-ট্রলিযোগে প্রায় প্রতিরাতেই গরু চুরির হিরিক পড়েছে। ভিতসন্ত্রস্ত গ্রামবাসী পালা করে রাতে পাহারা দিয়েও ডাকাতবেশীদের এই চুরি রোধ করতে পারছে না। ইতোমধ্যেই গণপিটুনিতে এক গরুচোরের মৃতু্য হয়েছে।

মাজপাড়া ইউনিয়নের পাড়াসিধায় গ্রামের প্রত্যক্ষদর্শী মজনু মিয়া জানান, চলমান শীত ও কুয়াশার মধ্যে রাত গভীর হলেই ডাকাতবেশী গরুচোরের দল ট্রাক-টলি, মাইক্রো, রামদা, শাবল নিয়ে একেক রাতে একে গ্রামে হানা দেয়। অস্ত্রশস্ত্রের ভয়ে গ্রামের লোকজন চোরদের কাছে যেতে সাহস পায় না। এই সুযোগে চোর মালিকদের ঘর থেকে এক বা একাধিক গরুট ট্রাক-ট্রলিতে তুলে স্থান ত্যাগ করে। গ্রামবাসী ভয়ে ও আতঙ্কে এখন পালা করে প্রতি রাতে পাহারা দেওয়া শুরু করেছে।

প্রত্যক্ষদর্শীদের অভিমত, স্থানীয় কারও আশ্রয়-প্রশ্রয়ে এসব গরুচোর যশোর, রাজবাড়ী, শৈলকুপা এলাকা থেকে এসে চুরি করছে। ইতোমধ্যে মাজপাড়া এলাকায় এক গরুচোর সপ্তাহখানেক আগে গণপিটুনিতে নিহত হয়।

জানা গেছে, চলতি জানুয়ারি মাসের প্রথমার্ধে মাজপাড়া এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১০টি গরু চুরি গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত এসব গরুর মালিক হলেন- পাড়াসিধাই গ্রামের আজহার আল, হারুন, চাঁদ মিয়া, আজাহার মন্ডল, বয়রা গ্রামের আশরাফ আলী, হাতিগাড়া গ্রামের নজরুল ও বিপুলসহ অন্য গ্রামের আরও পাঁচজন।

বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তৎপরতা জোরদার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে