শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

শীতবস্ত্র বিতরণ

ম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় ব্যাংকারদের সংগঠন ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।?শুক্রবার সকালে খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে এবং ব্যাংকার্স ক্লাব, রংপুরের উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ২৫০ জন হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সোনালী ব্যাংক পিএলসির জি এম মো. রশিদুল ইসলাম, খানসামা পিএলসি শাখার ব্যবস্থাপক আবু নায়েম মীর শরীফ আহসানসহ অত্র শাখার কর্মকর্তা ও কর্মচারীরা।

জন্মবার্ষিকী পালিত

ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুমা শেষে মাঝগ্রাম রেজিস্ট্রি অফিস জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ওই মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, যুগ্ম সম্পাদক আবুল কালাম, ৫নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হাসেম আলী, যুগ্ম সম্পাদক বাদশা মিয়া, ৩নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ১নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মশি প্রমুখ।

কম্বল বিতরণ

ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে হতদরিদ্র শীর্তাদের পাশে দাঁড়ালেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা। বৃহস্পতিবার 'উপজেলার পূর্ববুলস্না গ্রামে ১০০ হতদরিদ্র বিধবা, প্রতিবন্ধী শীতার্ত নারী-পুরুষ, মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের হাতে সরকারি ত্রাণ তহবিল থেকে তুলে দিয়েছেন শীতের কম্বল। বিতরণকালে ইউএনওর সঙ্গে ছিলেন বুলস্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, ইউপি সদস্য নজরুল ইসলাম। এ সময় ইউএনও নাহিদা সুলতানা সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজে সমাজের সব মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

দুর্ধর্ষ চুরি

ম লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া শহরের আল মারকাজুল মসজিদ কমপেস্নক্সের অফিস রুমে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই অফিস রুমের দরজা ভেঙে নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাত চোরের দল। এ ঘটনায় আল মারকাজুল মসজিদ কমপেস্নক্সের মুহতামিম মাওলানা আব্দুর রহমান শুক্রবার সকালে লোহাগড়া থানায় একটি অভিযোগ করেছেন। চুরির বিষয়ে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় শুক্রবার দুপুরে বলেন, ওই মসজিদে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত এবং আটকের জন্য পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।

দোয়া মাহফিল

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর মরকুন মোলস্নার গ্রেজ বাইতুস সালাম জামে মসজিদ মোতাওয়ালি, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. জাহিদুর কবির আনোয়ারের মা মরহুম জহুরেন নেচ্ছার মৃতু্যবার্ষিকী উপলক্ষে কোরআন খানি, কবর জিয়ারত, আলোচনা দোয়া মাহফিল শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের বড় ছেলে, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো ফজলুর হক মোলস্নার সভাপতিত্বে এবং মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা মো. দেলোয়ার হোসেন পরিচালনায় উপস্থিত ছিলেন মরহুমার ছেলে মো. আবুল হোসেন মোলস্না, মো. আমজাদ হোসেন মোলস্না প্রমুখ।

বিতরণ কর্মসূচি

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় কানাডা প্রবাসী শিল্পপতি মো. সাদিকুল ইসলাম সোহাগের নিজস্ব অর্থায়নে ও মান্দা উপজেলা ছাত্রদলের সাবেক সাংস্কৃতিবিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সোনারপাড়া ঈদগাহ মাঠে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থাকেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার। বিশেষ অতিথি থাকেন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য রিয়াদ এবং ছাত্রনেতা জুয়েল রানা প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে