টাঙ্গাইল ও মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী লরি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এদিকে মৌলভীবাজারে অটোরিকশা ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে আরও দুইজন নিহত হয়েছেন। আঞ্চলিক স্টাফ রিপোর্টারদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে তেলবাহী লরি ও যাত্রীবাহী মাহেন্দ্র অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শফিকুল ইসলাম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ধনবাড়ী উপজেলার বাসিন্দা ও ঘাটাইলের একটি বেসরকারি উন্নয়ন সংগঠনের শাখা ব্যবস্থাপক ছিলেন। অন্য হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঘাটাইল থানার ওসি আবু ছালাম মিয়া জানান, 'দুর্ঘটনায় এতে ঘটনাস্থলে একজন মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়ার পথে আরও একজনের মৃতু্য হয়।'
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারে সিএনজি চালিত অটোরিকশা ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হন। শুক্রবার সদর উপজেলার দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার রমিজ মিয়ার ছেলে সিএনজি ড্রাইভার আব্বাস মিয়া (৬৫) ও একই এলাকার সাইদ উলস্নার ছেলে মধু মিয়া (৬০)। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চারজনের অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে.এম নজরুল জানান, 'সিএনজি চালিত অটোরিকশায় চালকসহ আটজন ছিলেন। এর মধ্যে সিএনজিচালক ও এক যাত্রী নিহত হন। এ সময় সিএনজিতে থাকা নারী, শিশুসহ ৬ যাত্রী আহত হন।'