শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে নবীনবরণ

শাবি প্রতিনিধি
  ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
শাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে নবীনবরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) জানুয়ারি-জুন' ২০২৪ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আইএমএল কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করেন।

এতে আইএমএলের ফরাসি ভাষার সহকারী অধ্যাপক মো. রিয়াদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অনুষদটির পরিচালক অধ্যাপক ডক্টর মো. আলমগীর তৈমুর।

প্রধান অতিথির বক্তবে ডক্টর তৈমুর বলেন, "আমরা আমাদের শিক্ষার্থীদের আধুনিক ভাষা শিক্ষায় মানসম্মত শিক্ষা দিয়ে থাকি। ভাষা শিক্ষা মূলত ব্যবহারিক বিষয়, যা শিখতে চাইলে নিয়মিত চর্চা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইএমএলের জার্মান ভাষার উপদেষ্টা অধ্যাপক ডক্টর মো. বেলাল উদ্দীন, ইংরেজি ভাষার উপদেষ্টা অধ্যাপক মো. সিকান্দার আলী, চায়নিজ ভাষার উপদেষ্টা ডক্টর খন্দকার মো. মমিনুল হক ও আরবি ভাষার সহকারী অধ্যাপক মো. হেদায়েতুলস্নাহ আল হাদী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে