শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনে রাসিক মেয়র

রাজশাহী অফিস
  ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট পরিদর্শনে রাসিক মেয়র

রাজশাহী সিটি করপোরেশন এমপস্নয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনের ১০তলায় স্থাপিত ইনস্টিটিউটের কার্যক্রম পরিদর্শন করেন ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমার নির্বাচনী সেস্নাগান ছিল 'উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান।' নির্বাচনী প্রতিশ্রম্নতিতে ছিল প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তারই অংশ হিসেবে রাজশাহী সিটি করপোরেশন এমপস্নয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট চালু করা হয়েছে।

পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, আরসিসি এমপস্নয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কো-অর্ডিনেটর রাজশাহী কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রাজশাহী সিটি করপোরেশন এমপস্নয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে চারটি কোর্সে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে