খুলনায় ব্যাটারিচালিত অবৈধ রিকশা বন্ধে অভিযান
প্রকাশ | ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
খুলনা অফিস
ব্যাটারিচালিত ইঞ্জিন রিকশা এবং অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) অভিযান অব্যাহত রয়েছে। গত দু'দিনে ৩৬টি ব্যাটারিচালিত রিকশা আটক করে কেসিসির লাইসেন্স বিভাগের কর্মীরা। পরে রিকশা থেকে ব্যাটারি খুলে মালিককে রিকশা ও ব্যাটারি ফেরত দেওয়া হয়েছে। একই সঙ্গে রিকশার লাইসেন্স নবায়ন করা হয়েছে। অভিযানে একটি ইজিবাইক ও ৬টি বক্স ভ্যান আটক করা হয়। সেগুলোও না চালানোর শর্তে মালিকদের ফেরত দেওয়া হয়।
জানা গেছে, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ ইজিবাইক চলাচল বন্ধে গত ৯ জানুয়ারি থেকে নগরীতে মাইকিং শুরু করে কেসিসি। ১৫ জানুয়ারির মধ্যে রিকশা থেকে ব্যাটারি এবং অনুমোদনহীন ইজিবাইক চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়।
কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক হোসেন তালুকদার জানান, ব্যাটারিচালিত ইঞ্জিন সংযোজন করায় রিকশায় গতি বেড়েছে। কিন্তু এই গতি নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি রিক্সায় নেই। যে কারণে প্রায় নগরীতে দুর্ঘটনা ঘটছে। এজন্য কেসিসির পক্ষ থেকে ব্যাটারি খুলে ফেলার নির্দেশনা দেওয়া হয়।