সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

প্রতিনিধি
শীতবস্ত্র বিতরণ ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোরগঞ্জের বাজিতপুরে গরিব ও অসহায় মানুষের মধ্যে সংসদ সদস্য আফজাল হোসেনের নির্দেশে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভাসহ ১১টি ইউনিয়নে পাঁচ হাজার ৪০০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আব্দুলস্নাহ আল মামুন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম গোলাপ, গাজিরচরের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল হক বাবুল, হিলচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলামসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। বিতরণ কর্মসূচি ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিজিবির প্রশিক্ষণ কেন্দ্রে দুই শতাধিক মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন- বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ.বি.এম নওরোজ এহসান, ডেপুটি কমান্ড্যান্ট কর্নেল মারুফুল আবেদীন, লে. কর্নেল মহিব্বুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (সমন্বয়) মেজর সাহেদুল ইসলাম ভূঁইয়া, সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন, সুবেদার মেজর হেলাল উদ্দিন প্রমুখ। কমিটি গঠন ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। এতে আলমাছ আলীকে সভাপতি পদে ও বিলস্নাত আলী ফকিরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শ্রীবরদী উপজেলা শ্রমিক লীগের সভাপতি সুন্দর আলী ও সম্পাদক সুজন রেজার স্বাক্ষরিত পত্রে এই কমিটি প্রকাশ করা হয়। নতুন কমিটি অনুমোদন দেওয়ায় ভেলুয়া ইউনিয়নের যুবলীগসহ অন্যান্য অঙ্গসংগঠন তাদের স্বাগত জানান। এ নিয়ে বুধবার রাতে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচছা জানানো হয়। এ সময় ভেলুয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি হাবিবুর রহমান আরজু ও সম্পাদক সাইদুর রহমান উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার রকিব উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী প্রমুখ। বিতরণ কর্মসূচি ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা নেত্রকোনা পৌরসভার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা মিলনায়তনে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র এসএম মহসিন আলম, পৌর কাউন্সিলর হেলিম আহমেদ, পৌর কাউন্সিলর শাকিল ঢালী, পৌর সচিব মোহাম্মদ ফারুক ওয়াহিদ, সার্ভেয়ার রফিকুল ইসলাম হাওলাদার মিলন, ওয়ালিউলস্নাহ পারভেজ, আমিরুল ইসলাম, নন্দন সরকার, সৌরভ চৌধুরী ধ্রম্নব প্রমুখ। এ সময় মেয়র নজরুল ইসলাম বলেন, পৌরসভার পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। \হ কম্বল বিতরণ ম স্টাফ রিপোর্টার, নোয়াখালী অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে নোয়াখালী প্রেস ক্লাব। বৃহস্পতিবার প্রেস ক্লাবের উদ্যোগে শতাধিক অসহায় নারী, পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রেস ক্লাব চত্বরে প্রেস ক্লাব সভাপতি বখতিয়ার শিকদার ও সম্পাদক আবু নাছের মঞ্জুসহ কার্যনির্বাহী কমিটির নেতারা এসব কম্বল তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি মাসুদ পারভেজ, শাহ এমরান সুজন, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক জামাল হোসেন বিষাদ, যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ প্রমুখ। বাছুর বিতরণ ম দৌলতখান (ভোলা) প্রতিনিধি ভোলার দৌলতখানে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২৩ জন প্রান্তিক জেলের মাঝে বাছুর বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান সাইদুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন প্রমুখ। বিকল্প কর্মসংস্থান ম ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাটে 'দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প'র আওতায় দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল এবং খোয়াড় বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়াম চত্বরে ২০ জন দরিদ্র জেলেকে দুটি করে ছাগল ও একটি করে খোয়াড় বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, ক্ষেত্র সহকারী পলাশ কুমার সেন, মাঠ সংগঠক শেখ সাব্বিকুর আহমেদ শুভ, আলমগীর হোসেন, কমলেশ দাস প্রমুখ। ওরিয়েন্টেশন সভা ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুরে মসজিদের ইমামদের নিয়ে নারী ও শিশু নির্যাতন রোধকল্পে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইসলামপুর মডেল মসজিদ ও সাংস্কৃতি কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ, ইসলামপুর থানা ওসি সুমন তালুকদার, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোলস্না, সহকারী পরিচালক মোর্শেদ ইকবাল। ওরিয়েন্টেশনের উদ্দেশ্য ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সাব ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বিজন কুমার দেব। দুস্থদের সহায়তা ম আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক সুলতান মাহমুদ। বৃহস্পতিবার আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকায় নিজ আয়োজনে অসহায় ও দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় এক হাজার পরিবারের মাঝে শীত নিবারণ হিসেবে কম্বল তুলে দেন তিনি। সুলতান মাহমুদ বাদশা বলেন, 'আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন তা মেনে নেওয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।' উপহার প্রদান ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপির উপহার স্বরূপ দিনাজপুরের সেতাবগঞ্জে ৩শ' দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পৌর আওয়ামী লীগ। বৃহস্পতিবার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, সম্পাদক নুরে আলম খন্দকার কায়সার, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খান, যুগ্ম সম্পাদক মোর্শেদ মতিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তাহের মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।