সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
প্রতিনিধি
ক্রীড়া প্রতিযোগিতা
ম আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, আখাউড়া থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন। অনুষ্ঠানে উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী
ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং আওয়ামী লীগ নেতা আজাদ খান সোহাগ। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী। তার সমাজসেবামূলক কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে এলাকাবাসীও তাকে এ পদের জন্য যোগ্য মনে করছেন।
আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের দিঘলদী গ্রামের এক সম্ভ্রান্ত আওয়ামী পরিবারের সন্তান আজাদ খান সোহাগ। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-প্রাচর ও প্রকাশনা-বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ভবন উদ্বোধন
ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান শিক্ষক আক্কাছ আলী প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৬ সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন। বেলাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাযহারুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জি এম আল মামুন প্রমুখ।
মতবিনিময় সভা
ম বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনছারী। বৃহস্পতিবার নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামে সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন, জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমন, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভুঁইয়া, কার্যনির্বাহী কমিটির সভাপতি মিজানুর রহমান, আনন্দ টিভির প্রতিনিধি নাজিম উদ্দিন মিলন, দীপ্ত টিভি প্রতিনিধি খায়রুল আনম রিফাত প্রমুখ।
প্রস্তুতি সভা
ম বেড়া (পাবনা) প্রতিনিধি
উপজেলা পর্যায়ে ৪৫তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপনের লক্ষে পাবনার বেড়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খবির উদ্দিন, আইসিটি অফিসার অপূর্ব বিশ্বাস, বেড়া প্রেস ক্লাবের সেক্রেটারি উজ্জ্বল হোসাইন, বেড়া মহিলা ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল কাজি আবদুস সালামসহ কমিটির অন্য সদস্যরা। সভায় আগামী ২৮ জানুয়ারি মেলার উদ্বোধন ও ২৯ জানুয়ারি সমাপনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আইনশৃঙ্খলা সভা
ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার দাউদকান্দিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না-১ সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুজিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, মডেল থানার ওসি মোজাম্মেল হকস পদুয়া ইউপি চেয়ারম্যান এস এম মনির হোসেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান নোমান সরকার প্রমুখ।
কম্বল বিতরণ
ম ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বিকালে ফুলবাড়ী শাখায় সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের কুড়িগ্রাম জোনাল ম্যানেজার রকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জোনাল অডিট অফিসার মোহাম্মদ শাহজাহান চৌধুরী, নাগেশ্বরী এরিয়া ম্যানেজার আবু বকর সিদ্দিকী। এছাড়াও ফুলবাড়ী গ্রামীণ ব্যাংক শাখার অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ ব্যাংকের ফুলবাড়ী শাখা ম্যানেজার সোহেল রানা।
মেলা উদ্বোধন
ম জয়পুরহাট প্রতিনিধি
'বিজ্ঞান নিয়ে পড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো' এই প্রতিপাদ্যে জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার মেলা উদ্বোধন করেন বিসিএসআইআর সদস্য ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আইএমএমএম'র পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, আইএমএমএম-এর পিএসও ড. আমিনুর রহমান প্রমুখ। মেলায় নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৪০ জন শিক্ষার্থী তাদের ১২০টি গবেষণা প্রকল্প নিয়ে অংশগ্রহণ করছে।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে রবি মৌসুম ২০২৩-২৪ কৃষক কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬০ জন কৃষক কৃষানি নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান প্রশিক্ষক ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ডক্টর নজরুল ইসলাম। বিশেষ প্রশিক্ষক ছিলেন জেলা অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার (উদ্যান) কৃষিবিদ আলী আজিম শরিফ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুননেসা সুমি। এ সময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকির হোসেনসহ কৃষি সম্প্রসারণ অফিসের সহকারী কৃষি অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসিক সভা
ম কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের কালাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোলস্না, কালাই থানার ওসি ওয়াসীম আল বারী, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনীশ চন্দ্র চৌধুরী, আহমেদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলী আকবর প্রমুখ।
প্রশিক্ষণ কোর্স
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন এনআইএলজির উপ-পরিচালক মিজানুর রহমান। এটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান। এতে প্রশিক্ষক ছিলেন কালীগঞ্জ থানার ওসি মাহাতাব উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম মনজুর-এ-এলাহী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, সমাজসেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, ব্যানবেইজের সহকারী প্রোগ্রামার উজ্জ্বল কুমার শীল প্রমুখ।
বরণ অনুষ্ঠান
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এএসএম নাজমুল হক সাগরকে বরণ করেছেন গাংনী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, সাবেক মেয়র আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান কেএম শফিকুল আলম, মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী, গাংনী প্রেস ক্লাব সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।
কম্বল বিতরণ
ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় প্রয়াত সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিকের আত্মার মাগফিরাত কামনায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী, কানাডা প্রবাসী শিল্পপতি সাদিকুল ইসলাম সোহাগ এসব কর্মসূচি গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে উপজেলার নুরুলস্নাবাদ ইউনিয়নের চকদেবীরাম চকভোলাই আলিম মাদ্রাসা মাঠে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এতে সভাপত্বি করেন নুরুলস্নাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আল হেলাল। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নুরুলস্নাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ হোসেন শাহ।
প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোলস্নাহাটে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার এ উপলক্ষে বর্ণাঢ্যর্ যালি আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব মোলস্নাহাটের সভাপতি অধ্যক্ষ শিকদার জিননুরাইনের সভাপতিত্বে ও সম্পাদক এমএম মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন ওসি এসএম আশরাফুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, অধ্যক্ষ এল জাকির হোসেন, পলস্নী বিদু্যৎ মোলস্নাহাট জোনের উপমহাব্যবস্থাপক সিদ্দিকুর রহমান প্রমুখ।
কম্বল বিতরণ
ম গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় অসহায় শীতার্ত মানুষের মধ্যে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির জেলা শাখার নিজস্ব কার্যালয়ে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উদ্বোধন করেন- অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের চেয়ারম্যান আজাদ আবু রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মতিয়ার রহমান, কোষাধ্যক্ষ মো. খায়রুজ্জামান দুদু, যুগ্ম কোষাধ্যক্ষ হারুন অর রশিদসহ সংগঠনের নেতারা। জেলা প্রশাসক কার্যালয় হতে প্রাপ্ত ও সংগঠনের নিজস্ব তহবিল থেকে এই কম্বল বিতরণ করা হয়।
লেপ বিতরণ
ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এসএসসি ৯৭ ব্যাচের উদ্যোগে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে লেপ বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার মহল বাড়ি গ্রামের অসহায় কালাম মিয়াকে লেপ বিতরণ করা হয়। রংপুর ডিভিশনের এসএসসি-৯৭ ব্যাচের প্রতিষ্ঠাতা পরিষদ জানায়, রংপুর বিভাগের ৫৮টি উপজেলায় দরিদ্র ও হতদরিদ্রদের মধ্যে লেপ বিতরণ চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- খালিদ ওয়ালীউলস্নাহ, মোস্তাফিজুর রহমান জুয়েল, এমএন কবির, জাহিদুল ইসলাম, ফিরোজ আহম্মেদ রুপা, জিয়াউর রহমান জিয়া, টিপু, মোমিন, খাদেমূল, রহিম, জিয়া প্রমুখ।
সাধারণ সভা
ম কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিএম তারিক উজ জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, ওসি (তদন্ত) টিপু সুলতান, শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, যুব উন্নয়ন অফিসার জিএম রেজউল করিম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মামুনার রশিদ, সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।