কক্সবাজারে দেড় কোটি টাকার ইয়াবাসহ আটক ৩ অস্ত্র ও মাদকসহ চার জেলায় ১১ জন গ্রেপ্তার

চলন্ত ট্রেনে ধর্ষণ :লালমনি এক্সপ্রেসের এটেন্টেড আটক

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
লালমনি এক্সপ্রেসে এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় রেলওয়ে অ্যাটেনডেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে কক্সবাজারের চকরিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এছাড়াও অস্ত্র ও মাদকসহ চার জেলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় রেলওয়ে অ্যাটেনডেন্ট আক্কাস আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি ফেরদৌস আলী জানান, রাতে জয়দেবপুর রেলস্টেশনে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশে ভুলবশত ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে। টিকিট চেকিংয়ের সময় তার কাছে টিকিট না পাওয়ায় ওই অ্যাটেনডেন্ট তার কক্ষে নিয়ে কেবিন ফাঁকা পেয়ে তাকে ধর্ষণ করে। পরে মেয়েটির চিৎকার-চেচামেচিতে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে অভিযুক্ত আক্কাস আলীকে আটক করে।' চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের চকরিয়ায় ৪৯ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় সরবরাহ কাজে ব্যবহৃত দু'টি মোটর সাইকেল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছেন। আটকরা হলেন উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ধুরংখালী এলাকার মফিজ উদ্দিন (২৩), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা গ্রামের জাহেদ (২২) ও টেকনাফ পৌরসভার পলস্নানপাড়ার হাবিবুর রহমান প্রকাশ হাবিব। জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১১৬ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি মনির হোসেনকে গ্রেপ্তার করেছের্ যাব। বৃহস্পতিবার পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মনির ছোটমানিক এলাকার মিজানুর রহমান মিনুর ছেলে। মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মেলান্দহে ৪৪ বোতল ভারতীয় মদ ও এক কেজি গাঁজাসহ দু'জনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার পৃথক অভিযানে উপজেলার ভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন মালিক ফাহিম হাসান লাদেন (২৪) ও কাজাইকাটা গ্রামের নুর ইসলাম (৫৬)। রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির রামগড়ে ৫৬২ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় নম্বরবিহীন একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। বুধবার বারৈয়ারহাট-রামগড় সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন রামগড় পৌরসভার ফেনীরকুলের সাদ্দাম প্রকাশ ওমর ফারুক (৩৪), দারোগাপাড়ার ইলিয়াছ (৩৫), মহামুনির নুর নবী (৩৫), সাইফুল ইসলাম (৩২) ও ফটিকছড়ির ভুজপুরের ইউনুছ (২৭)। নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের নবীগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে দিন-দুপুরে ৩ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন রাসনা বেগম নামে এক নারী। পরে স্থানীয় জনতা ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটর সাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তররা হলেন সিলেটর শাহপরান থানার মুক্তিরচক এলাকার আরিফ মিয়া (৩০), খিদিরপুর এলাকার সামসুল ইসলাম (৪০) ও হবিগঞ্জের উচাইল গ্রামের আক্তার মিয়া (৪৪)।