'খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে :সালাম এমপি

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

রূপসা (খুলনা) প্রতিনিধি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, 'খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকে। বুধবার খুলনার রূপসা কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুলস্নাহ আল বাকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন, একাডেমিক সুপারভাইজার নিত্যনন্দ মন্ডল, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত কুমার সরকার। এ সময় আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আহসানুলস্নাহ, কৃষ্ণপদ রায়, ক্রীড়া শিক্ষক আ. কাদের শেখ, আ. হাসিব শেখ, শেখ হুমায়ুন কবির, বিল্পব সরদার, স্বপন মন্ডল, সাইফুল ইসলাম, মোলস্না সাইফুলস্নাহ, শরিফুল ইসলাম, হাফিজুর রহমান, মোনতেজ শেখ, জিএম শহিদুল প্রমুখ।