শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

গৌরীপুরে ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
গৌরীপুরে ১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন

ময়মনসিংহের গৌরীপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) উদ্যোগে ১২ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

নির্মাণ শ্রমিকদের বাসস্থান প্রদান, শ্রমিকদের ছেলেমেয়েদের স্কুল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ, শ্রম আইনের আওতায় নির্মাণ শ্রমিকদের পূর্ণ অধিকার, নিহত-আহত ও আজীবন পঙ্গু শ্রমিকদের আইএলও কনভেশন অনুযায়ী ক্ষতি প্রদানসহ ১২ দফা দাবি নিয়ে তাদের এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন 'ইনসাব' গৌরীপুর শাখার সভাপতি শাহ আলম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তাকিম আহমেদ। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ইদ্রিস আলী, কার্যকরী সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাহাবুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক নেতা আবুল কাসেম, জয়নাল আবেদিন, রহমত উলস্নাহ, আজিজুল হক, খায়রুল ইসলাম প্রমুখ।

এছাড়াও জাতীয় শিল্প স্বাস্থ্য কাউন্সিলে ইমারত শ্রমিকদের প্রতিনিধি অন্তর্ভুক্তকরণ, কর্মস্থলে সন্ত্রাস-চাঁদাবাজি ও সহিংসতা বন্ধকরণ, সরকারিভাবে প্রশিক্ষণ, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ দিয়ে কর্মসংস্থান, নারী শ্রমিকদের সমকাজে সমমজুরি নিশ্চিতকরণের দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে