শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

শিবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে অটোরাইস মিলের জরিমানা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
শিবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে অটোরাইস মিলের জরিমানা

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আমন মৌসুমের ধান কাটা-মাড়াই শুরু হয়েছে ডিসেম্বরের শুরুতেই। বাজারে সরবরাহও স্বাভাবিক। তবু বাজারে চালের দামে এর কোনো প্রভাব নেই। উল্টো দুই সপ্তাহ ধরে চালের মোকাম, পাইকারি ও খুচরা বাজারে দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মাত্র ১০ দিনের ব্যবধানে বিভিন্ন পর্যায়ে চালের দাম বেড়েছে ৫ থেকে ৬ টাকা পর্যন্ত। অথচ এবার সর্বোচ্চ ধান উৎপাদনের কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

এমন প্রেক্ষাপটে চালের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে গোপন অভিযানে ঘোষণা দিয়েছে খাদ্য অধিদপ্তর। এর প্রেক্ষিতে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে চাল মজুত করায় শিবগঞ্জ সদর ইউনিয়নের মেসার্স রবিউল অটোরাইস মিলের স্বত্বাধিকারী রবিউল ইসলামকে তিন হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার সরকার, উপজেলা চাল কল মালিক সমিতি সভাপতি আমিনুল হক দুদু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে