'গণমাধ্যমের কাছে যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করছি'
প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মোর্শেদ আলম বলেন, 'যে কোনো যৌক্তিক সমালোচনা গণমাধ্যমের কাছে প্রত্যাশা করছি। সত্য ও গঠনমূলক সংবাদ চাই, যেখানে থাকবে প্রান্তিক মানুষের সমস্যা বা আইনি সহায়তা না পাওয়ার কথা। যা থেকে জেনে জেলা পুলিশ সমস্যাগ্রস্ত ওই মানুষটির কাছে গিয়ে আইনি সহায়তা দিতে পারে।'
বৃহস্পতিবার ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, 'আমি যতটা দিন ফরিদপুরে থাকবো এ জেলার কোনো মানুষ, আইনি সহায়তা থেকে বঞ্চিত হোক এমনটি আমি হতে দেব না। আমি সকলকে নিয়ে সমাজকে মাদক-সন্ত্রাস আর চাঁদাবাজ মুক্ত করতে চাই।'
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান, টিআই তুহিন লস্করসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা।
আরও উপস্থিত ছিলেন প্রফেসর শাজাহান, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, তমিজউদ্দিন তাজ, মফিজ ইমাম মিলন প্রমুখ।