শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

শালস্নায় ওসির আহ্বানে অপরাধ চক্রের শপথ

শালস্না (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০
শালস্নায় ওসির আহ্বানে অপরাধ চক্রের শপথ

সুনামগঞ্জের শালস্না থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমানের আহ্বানে কামারগাঁও গ্রামের অপরাধ চক্রের সদস্যরা অপরাধ করবেনা মর্মে শপথ গ্রহন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শালস্না উপজেলার ৪নং শালস্না ইউনিয়নের কামারগাঁও গ্রামটি চোরের গ্রাম নামে পরিচিত ছিল। বুধবার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে অপরাধ চক্রের লোকজনকে নিয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় ওসি মিজানুর রহমানের আহ্বানে চোরের গ্রাম খ্যাত কামারগাঁও গ্রামের স্থানীয় লোকজন তাদের ভবিষ্যত প্রজন্মের দূর্নাম গোছানোর জন্য শিক্ষা, ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা অর্জন করবে। গরুচুরি, মাদক ব্যবসা, জূয়া খেলাসহ অপরাধমূলক কর্মকান্ড করবেনা মর্মে শপথ নেন।

এ সময় কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জামে মসজিদের ইমাম, ইউপি সদস্য নিখিল চন্দ্র দাস, উত্তম কুমার দাস উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে