নিষেধাজ্ঞার মধ্যেও সুন্দরবনে কাঁকড়া আহরণ অব্যাহত

প্রকাশ | ১৯ জানুয়ারি ২০২৪, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
পরিবেশ ও সুন্দরবনের বৈচিত্র্য রক্ষায় সরকারের দেওয়া দুই মাসের নিষেধাজ্ঞার মধ্যেও বাগেরহাটের পূর্ব সুন্দরবনে কাঁকড়া আহরণ অব্যাহত রেখেছে অসাধু ও অসচেতন জেলেরা। সুন্দরবন থেকে অসাদুপায়ে আহরণ করা বিপুল পরিমাণ কাঁকড়া মাছের আড়তে নিয়ে প্রকাশ্যভাবে চড়াদামে বিক্রি করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর মৎস্যঘাটের একটি আড়ত থেকে বুধবার দুপুরে বনরক্ষীরা প্রায় ১০০ কেজি কাঁকড়া জব্দ করলেও কোনো কাঁকড়া আহরণকারী বা বিক্রেতাকে আটক করেনি বন বিভাগ। অভিযোগ উঠেছে, বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের কতিপয় অসাধু বনরক্ষীদের অনৈতিক সহযোগিতায় অসাধু জেলেরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে প্রবেশ করে কাঁকড়া আহরণ করছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বনরক্ষীরা শরণখোলা উপজেলার রাজৈর মৎস্য ঘাটে অভিযান চালায়। এ সময় মজিবর রহমান তালুকদারের আড়ত থেকে দুই বস্তায় ও তিনটি ঝুড়িতে থাকা প্রায় ১০০ কেজি কাঁকড়া জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করেনি বনরক্ষীরা। বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, জব্দ কাঁকড়া শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মাছ ব্যবসায়ী ডালিম মেম্বারের নিয়ন্ত্রণাধীন জেলেরা সুন্দরবন থেকে ধরে এনেছে বলে তারা জানতে পেরেছেন। জব্দ কাঁকড়ার বাজার মূল্য লক্ষাধিক টাকা। এ ঘটনায় বন আইনে একটি বিভাগীয় মামলা হয়েছে। আদালতের নির্দেশে কাঁকড়াগুলো সুন্দরবনের খালে অবমুক্ত করা হবে। এদিকে চলতি জানুয়ারি ও ফেব্রম্নয়ারি এই দুই মাস সুন্দরবনে কাঁকড়া ধরা নিষিদ্ধ রয়েছে বলে এসিএফ জানান।